Tuesday, July 28, 2020

২০০১ সাল ঢাকার নয়াবাজার কুরবানির পশুর হাটে

২০০১ সাল ঢাকার নয়াবাজার কুরবানির পশুর হাটে এই গরুটি দাম হাঁকানো হয় দেড় লাখ টাকা
সেদিন এতো দামে এই গরু কেউই কিনতে পারেনি।
২০১৯ সালে মাত্র ১৮ বছরে ৩০লাখ টাকা দামের গরুও কুরবানী হয়েছে
তাহলে কি মানুষ এই ১৮ বছরে ব্যাপক স্বাবলম্বি হয়েছে ব্যাপক উন্নতি করেছে।
আমি বলবো না।
এই ১৮ বছরে কিছু মানুষ বিবেক ও সততাকে বিসর্জন দিয়েছে
শিক্ষিতদের মধ্যে বেশিরভাগ অংশ প্রতারনা করছে,
রাজনীতি দুর্নীতিবাজদের হাতে চলে গেছে,
শিক্ষক সমাজ শিক্ষার নামে ব্যাবসায় নেমেছে,
অবৈধ উপায়ে অর্থ উপার্জনের প্রবনতা বেড়ে গেছে।
১৮ বছর আগে মানুষ সৎ ছিলো তাই দেড় লাখ টাকা দামের গরু কুরবানী দিতে কেউ সাহস করতে পারেনি।
আর এখন ৩০ লাখ টাকা দামের গরু লোক দেখানো জবাই দিচ্ছে কিন্তু কুরবানী হচ্ছে না।
মানুষ এখন ন্যায় নীতি বিসর্জন দিয়ে প্রতিযোগিতায় নেমেছে।
কোরবানিকে এখন বাপ দাদার ট্র্যাডিশনে পরিণত করেছে কিছু মানুষ।
কে কত টাকা দিয়ে কোরবানি দিবে!?
কত টাকার গরু কিনবে
কার গরু কতোটা বড় হবে...!!
কে কত বেশি মাংস ফ্রিজে জমা করতে পারবে।

ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট টিপস

ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট টিপস
১। প্রতিনিয়ত বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করুন । https://www.similarweb.com/top-websites/ ঠিকানা থেকে বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইটগুলো ভিজিট করে ডিজাইন লক্ষ্য করুন । কোন জায়গায় কোন পেজে কেমন ডিজাইন করেছে তা লক্ষ্য করুন । ওয়েবসাইট ডিজাইনের জন্যে একটা শৈল্পিক চিন্তা করুন ।
২। Themeforest এর মতন সাইটগুলোতে ভিজিট করুন । সেখানে নিত্য নতুন থিম আপলোড ও হয় । থিমগুলোর ডিজাইন লক্ষ্য করুন ।এবং কোন কোড ভাষা ব্যবহার করা হয়েছে ডিজাইনের জন্যে তার ইনফো পড়ুন । ক্রেতাদের রিভিউ পড়ুন । ওখানে অনেকে নিজেদের মতামত দেয় ।তা থেকে বুঝতে পারবেন আপনার কেমন ডিজাইন করা উচিত ।
৩। ইউটিউবে ওয়েব ডিজাইন রিলেটেড ভিডিও লক্ষ্য করুন ।
৪। ফেসবুক , টুইটার , লিঙ্কডইন এর মতন সাইটগুলোতে প্রফেশানাল ওয়েব ডিজাইনার ও ডেভেলপারদের সাথে যুক্ত থাকুন ।
৫। সব সময় নিজেকে আপডেট রাখুন ওয়েব ডিজাইনে ও ডেভেলপমেন্টে। চর্চা করুন কোড করায়।
৬ । ওয়েবনিয়ারে অংশ নেন । চেষ্টা করুন ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট বিষয়ক মিটআপে অংশ নেয়ায় । ডিজাইনদের সাথে আলোচনা করুন ।
৭। ওয়েবসাইট ডিজাইনে সমস্যাগুলো ইউটিউব থেকে জানার চেষ্টা করুন । সমস্যাগুলোর সমাধান নিজে করুন ।
৮। ইউজার ফ্রেন্ডলি ডিজাইনে গুরুত্ব দিন । যাতে ব্যবহারকারী আপনার ডিজাইন পছন্দ করে ।
৯। টেক ফোরামগুলোতে থাকার চেষ্টা করুন । https://www.quora.com/ এর মতন প্রশ্ন – উত্তরের ওয়েবসাইটগুলোতে অন্যদের প্রশ্ন – উত্তর লক্ষ্য করুন ।
১০ । Udemy এর মতন ওয়েব অনলাইন লার্নিং সাইটগুলোর টপিকের প্রতি লক্ষ্য করুন । অনেকে নতুন বিষয় কোর্স নিয়ে ওখানে হাজির হয়।

Sunday, July 26, 2020

বুকমার্ক করা সেরা কিছু ওয়েবসাইট

আমার বুকমার্ক করা সেরা কিছু ওয়েবসাইট , যেই ওয়েবসাইট গুলো আমার প্রতিদিন কোন না কোন কাজে লাগে! আপনি ও বুকমার্ক করে রাখতে পারেন দেখবেন কোন না কোন কাজে লাগতে পারে!

আজকে আমার জন্মদিন ছিলো , সবার ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছি! সবাই আমার সিক্রেট নিয়ে জানতে চান! তাই সবার জন্য আমার পছন্দের কিছু ওয়েবসাইট শেয়ার করতেছি। আশা করি ভালো লাগবে। ধরে নিন সবার জন্য আমার পক্ষ থেকে ভার্চুয়াল গিফট।

https://www.whatfontis.com/ আমার যখন কোন ফন্টের দরকার হয় তখনি আমি এই ওয়েবসাইটটি ব্যাবহার করি। আপনি ও যে কোন ফন্ট যে কোন সময় এই ওয়েবসাইট থেকে খুজে পেতে পারেন।

ধরুন গুগল ড্রাইভের ফাইল মেগা তে নিয়ে আসবেন, তখন https://www.multcloud.com/ এই ওয়েবসাইট দিয়ে সহজেই ড্রাইভ টু ড্রাইভার ট্রান্সফার করতে পারবেন সহজেই!

মনে করেন ফেসবুকের লগোটির ভেক্টর ফাইলটি আপনার লাগবে, তখন আপনি চাইলে https://seeklogo.com/ এই ওয়েবসাইটে চলে যেতে পারেন! কেননা এই ওয়েবসাইটে দুনিয়ার সকল বড় বড় কোম্পানির লগো গুলোর অরিজিনাল ফাইল থাকে। যদি আপনি ডিজাইনার হয়ে থাকেন তাহলে আইডিয়া নেওয়ার জন্য এই ওয়েবসাইটটি ফলো করতে পারেন।

https://www.calculator.net/date-calculator.html এই ওয়েবসাইটে একবার ভিজিট করেই মজাটি দেখুন!

আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি মানুষ কখন বেশী ঘুমায়? আপনি উত্তর দিবেন বৃস্টির সময়! বৃস্টি কিন্তু সবসময় হয় না! তাই যদি কখনো ঘুমাতে মন চায় তাহলে এই https://rainymood.com/ ওয়েবসাইটে ভিজিট করে হেডফোন লাগিয়ে অরিজিনাল বৃষ্টির সাউন্ড শুনে ঘুমাতে পারবেন।

https://freedesignresources.net/ এই ওয়েবসাইট হতে ডিজাইন রিলেটেড অনেক কিছু আমি সংগ্রহ করি, আপনি একবার ভিজিট করে দেখুন! বুকমার্ক করতে বাধ্য হবেন।

যারা ডিজাইনিং লাইনে আছেন তাদের কালার নিয়ে অনেক প্যারা থাকে। কালারের সকল সমস্যার সমাধান হতে পারে https://color.adobe.com/create/color-wheel এই ওয়েবসাইটি!

https://cvmkr.com/ এই ওয়েবসাইট হতে আপনি সহজেই আপনার সিভি তৈরি করতে পারবেন।

আপনার ফেসবুক বা যে কোন সাইটের পাসওয়ার্ড শক্তিশালি না হলে যে কোন সময় হ্যাক হতে পারে! তাই https://passwordsgenerator.net/ এই ওয়েবসাইট হতে সহজেই পাসওয়ার্ড জেনারেট করে ফেলুন।

https://cheatography.com/ 
এই ওয়েবাসাইটে একবার ডুকে গেলে আর বের হতে পারবেন না!

www.creativitypost.com এই ওয়েবসাইটের প্রতিটি পোস্ট আপনাকে ক্রিয়েটিভ বানিয়ে দিবে।

কপিরাইট ফ্রি যে কোন ছবি https://pixabay.com/ এই ওয়েবসাইট হতে ডাউনলোড করতে পারবেন।

কপিরাইট ফ্রি মিউজ https://www.bensound.com/ এই ওয়েবসাইট বা https://www.hooksounds.com/ এই ওয়েবসাইট হতে ডাউনলোড করতে পারবেন!

কপিরাইট ফ্রি ভিডিও এই https://mixkit.co/free-stock-video/ এই ওয়েবসাইট হতে ডাউনলোড করতে পারবেন।

ঘরে বসে যে কোন কিছু https://www.futurelearn.com/courses এই ওয়েবসাইট হতে শিখতে পারবেন।

হ্যাক করে ফেলুন আপনার জীবন https://lifehacker.com/ এই ওয়েবসাইট হতে।

প্রতিদিন ফ্রি জিনিষ পেলে আমাদের কেমন লাগবে? অব্যশই ভালো লাগবে তাই না? তাহলে https://www.giveawayoftheday.com/ বা https://www.giveawaymonkey.com/ এই ওয়েবসাইট থেকে আপনি ফ্রিতেই গিভওয়ে পেতে পারেন।

https://downforeveryoneorjustme.com/ ডোমেইন নাম দেখে আশা করি বুঝতে পেরেছেন এই ওয়েবসাইটের কাজ কী ।

আমাদের অনেক সময় টেম্পোরালি মেইলের দরকার হয়, তাই টেম্পোরালি মেইলের জন্য https://www.emailondeck. com/ এই ওয়েবসাইটি ব্যাবহার করতে পারেন।


অংক নিয়ে সমস্যায় পড়েছেন? সমাধান দিবে এই https://www.mathway.com/Algebra ওয়েবসাইট! বা https://quickmath.com/

আপনার মনকে শান্তি করে দিতে পারে https://www.mindtools.com/ এই ওয়েবসাইট!

হাতে সময় কম? সব কিছু সেইভ করে রাখতে চান একই ওয়েবসাইটে? তাহলে চলে যান https://getpocket.com// এই ওয়েবসাইটে।
আশা করি ওয়েবসাইট গুলো সবার কাজে আসবে! কাজে আসলে শেয়ার করে টাইমলাইনে রাখতে পারেন।

Monday, July 20, 2020


জ্যাক মা একবার বলেছিল ......
"কাছের বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজন কাছে বিক্রয়কালে, আপনি তাদের কাছে যতটা কম মুনাফা এবং ভালো জিনিস বিক্রি করছেন তা বিবেচনা না করে তারা সর্বদা অনুভব করবেন যে আপনি তাদের কাছে থেকে বেশি মুনাফা করেছেন, আপনি তাদের কাছে যত সস্তায় দেন না কেন, তবুও তারা আপনার প্রশংসা করবেন না।"
এমন লোকেরা সবসময় থাকবে যারা আপনার ব্যয়, সময়, প্রচেষ্টা সম্পর্কে চিন্তা না করে বরং অন্য যে তাদের ঠকায় তাদের কাছেই যাবে এবং অন্যকে উপার্জন করার সুযোগ করে দিবে সাথে তাদের সমর্থনও করবে। আর নিজের লোকের থেকে কিনলে "সে আমার জন্য কতটা সস্তা, ভালো মান এবং গুরুত্ব দিয়েছেন" সেটা না ভেবে সব সময় মনে মনে ভাবতে থাকবে "সে আমার কাছ থেকে কত উপার্জন করেছে ? আমাকে কি খারাপ জিনিস ধরিয়ে দিয়েছে, আমাকে কি ঠকিয়েছে ?"
এটি দরিদ্র ব্যক্তির মানসিকতার একটি সর্বোত্তম উদাহরণ!
ধনী লোকেরা কীভাবে ধনী হয়ে উঠল...এর অন্যতম প্রধান কারণ হলো তারা তাদের সহযোগীদের ব্যবসায় সহায়তা করতে ইচ্ছুক এবং একে অপরের স্বার্থের যত্ন নিচ্ছেন যাতে স্বাভাবিকভাবে তারা একে অন্যের কাছের সুযোগ গুলো বেশি করে কাজে লাগাতে পারে এবং ব্যবসার পরিধি বাড়াতে পারে।
বিক্রয়ের জন্য জ্যাক মা: বিক্রয় করার সময়, প্রথম ব্যক্তিরা যারা আপনাকে বিশ্বাস করবে তারা হবেন অচেনা। আপনার বন্ধুরা আপনাকে প্রশংসা করবে, আপনার সাথে থাকবে কিন্তু কেনার সময় আপনাকে দূরে রাখবে।
যেদিন আপনি অবশেষে সফল হবেন, বিনোদনের জন্য পার্টি দিবেন এবং বিল পরিশোধ করার পরে আপনি বুঝতে পারবেন: অচেনা ব্যতীত অন্য সবাই উপস্থিত আছেন।





ডিজিটাল মার্কেটিং কী? কেনো করবেন? কীভাবে শিখবেন? আজকে আমি আপনাদের চেষ্টা করবো ডিজিটাল মার্কেটিং নিয়ে গাইডলাইন দেওয়ার। সেই সাথে কিছু ফ্রি কোর্স দিবো। আশা করি পুরো পোস্ট মনযোগ দিয়ে পড়বেন । যদি মনযোগ দিয়ে পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন ডিজিটাল মার্কেটিং আসলেই কী! কেনো আপনি শিখবেন। শেষ পর্যন্ত পড়তে পারলে আপনি আর কোন তাবিজ আপা ভাইয়ের কাছে যাবেন না। নিজে ঘরে বসে শিখতে পারবেন।

তাহলে চলেন শুরু করিঃ

ডিজিটাল মার্কেটিং কী?
এককথায় ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে পণ্য বা সেবা সমূহকে গ্রাহক পর্যায়ে পৌঁছানো । আগেকার দিনে কোন কোম্পানি তাদের পণ্য সমূহকে বিক্রি করার জন্য বিভিন্ন মার্কেটারদের কে নিয়োগ দিতেন। তারা গ্রাহক পর্যায়ে গিয়ে উক্ত পণ্যের গুনাগুনগুলো সুন্দরভাবে উপস্থাপন করতেন এবং গ্রাহকদেরকে তা কেনার জন্য আকৃষ্ট করতেন। বর্তমানে সেই কাজটিই তথ্যপ্রযুক্তি এবং ইন্টারনেটের কল্যাণে অনলাইনেই করা হয় যেটাকে ডিজিটাল মার্কেটিং বলে। সহজ কথায় বললে” আগে দেখতেন পরিক্ষা শেসে আপনার কাছে মানুষ লিফলেট বিক্রি করতো অমুক প্রতিষ্টানে ভর্তি হওয়ার জন্য, আর বর্তমানে সবাই যেখানে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যাবহার করে, হাতে হাতে স্মার্টফোন তাই সব কোম্পানি তাদের মার্কেটিং গুলো অনলাইনে বা ডিজিটাল প্ল্যাটফর্মে করে। যেমন আগের লিফলেট গুলোর মেসেজ এখন আপনাকে মেইল করে মেসেজ করে পাঠিয়ে দিচ্ছে। এখন ঐ আপনার মেইল যারা সংগ্রহ করে তারা ও কাইন্ড অফ ডিজিটাল মার্কেটার। কীভাবে মেইল সংগ্রহ করে সেটি পড়ে বলতেছি। তার আগে জানি কেনো আপনি ডিজিটাল মার্কেটার হবেন?
বিশ্বে যেখানে বর্তমানে ৪০০ কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং তার মধ্যে ৩০০ কোটির বেশি মানুষ বিভিন্ন সোশাল মিডিয়া ব্যবহার করে থাকে। এবং এই মানুষ গুলো কোন না কোন ভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত। যদি আপনি ডিজিটাল মার্কেটার হয়ে যান তাহলে চিন্তা করুন আপনার কাজের পরিমাণ কত হবে?
কীভাবে আপনি ডিজিটাল মার্কেটার হবেন?
চাইলেই আপনি ডিজিটাল মার্কেটার হতে পারবেন না! ডিজিটাল মার্কেটার আপনাকে হতে হলে অব্যশই অনেক পরিশ্রম করতে হবে। কারণ ডিজিটাল মার্কেটিং সেকশনের অনেক ক্যাটাগরি আছে। আপনি যদি মনে করেন সবই শিখে যাবেন তাহলে আপনি ভুল! আপনাকে যে কোন একটি বা দুইটি টপিক পছন্দ করতে হবে। এবং যেই ক্যাটাগরি পছন্দ করবেন সেটি নিয়ে যদি কাজ করেন তাহলে লাখ টাকা ইনকাম কোন ব্যায়াপার না।
চলুন এইবার জানি ডিজিটাল মার্কেটিং এর কিছু সেকশন এর নামঃ আমি এখন ডিজিটাল মার্কেটিং এর সেকশন গুলোর নাম বলবো সেই সাথে জানাবো ঐ গুলো আপনি কীভাবে কোথা থেকে শিখতে পারেন।
নোটঃ সব শিখার চেষ্টা না করে একটি টপিকে অভিজ্ঞ হওয়ার চেষ্টা করবেন। কারণ একটি টপিকে প্রোফেশনাল হয়ে গেলে বাকীগুলো নিয়ে এম্নিতেই ধারনা পেয়ে যাবেন।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনঃ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কে শর্টকাটে SEO বলে। SEO কী? SEO মূলত আপনার ওয়েবসাইট গুগল, ইয়াহু বিং বা অন্য কোন সার্চ ইঞ্জিন অনুসন্ধান ফলাফলগুলি পর্যালোচনা করে থাকে। যেমন দৈনিক আমরা কত কিছু গুগলে সার্চ করি। ধরেন আমি এখন সার্চ করলাম best mobile phone in 2020 এখন সার্চ করার পর আমি যে কত ফলাফল দেখলাম সেইগুলো এমনি এমনি আমার সামনে চলে আসে? নাহ! এইগুলো এমনি এমনি আমাদের সামনে আসে না। যার বা যাদের ওয়েবসাইটের ফলাফল আমরা প্রথম পেইজে দেখতে পাই তারা সার্চ ইঞ্জিন অপটাইজেশন করেই আমাদের সামনে প্রথম পাতায় নিয়ে আসে। যদি আপনি SEO শিখতে পারেন তাহলে আপনার ক্যারিয়ার অনেক উজ্জ্বল।
কোথা থেকে SEO শিখবেন?
চলে যান এই লিংকে https://www.clickminded.com/mc-registration-seo-keyword-strategy-2/ অথবা এই https://yoast.com/academy/free-seo-training-seo-for-beginners/ এই লিংক হতে বিগেনার কোর্সটি বিনামুল্যে করে ফেলুন।
সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM): সার্চ ইঞ্জিন মার্কেটিং বা SEM করে মানুষ তার ওয়েবসাইট বা প্রোডাক্টে ভিবিন্ন টার্গেটবেইজড ভিজিটর মানুষ নিয়ে আসে। SEM কে আবার পেইড সার্চ মার্কেটিং বলা হয়ে থাকে। আপনি যদি গুগলে কিছু সার্চ করে থাকেন তাহলে অনেক সময় দেখবেন প্রথম পেইজে ads নামে একটা বা দুইটা সাইট থাকে। এই মার্কেটিং গুলোই আপনাকে করতে হবে বা করে SEM করে।
SEM যদি শিখতে চান তাহলে এই লিংকে https://www.emarketinginstitute.org/free-courses/search-engine-marketing-certification-course/ গিয়ে ফ্রি কোর্সটি করে ফেলুন।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা SME: ডিজিটাল মার্কেটিং এর অন্যতম জনপ্রিয় এই সেকশনটি। নাম শুনেই বুঝতে পেরেছেন এটার কাজ কী কিংবা কীভাবে এই গুলো করে। হ্যা আপনি ঠিকই ধরেছেন আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার হয়ে যান বা হতে চান তাহলে আপনাকে ভিবিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট যেমন ফেসবুক/লিংকদিন/টুইটার/ইন্সটাগ্রাম ইত্যাদি নিয়ে ভালোভাবে জানতে হবে। এদের কাজ কীভাবে করে জানতে হবে।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে এই https://alison.com/courses/diploma-in-social-media-strategy/content?event=login কোর্সটি অথবা https://www.emarketinginstitute.org/free-courses/social-media-marketing-certification-course/ এই কোর্সটি না হয় https://www.skillshare.com/classes/Introduction-to-Social-Media-Strategy-Learn-with-Buffer/1934895986 করতে পারেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং: অ্যাাফিলিয়েট মার্কেটিং নিয়ে গতকাল অনেক কিছু বলেছি, এফিলিয়েট মার্কেটিং কী সেটা যদি সহজে বলি তার উত্তর হলোঃ অনলাইনে ভিবিন্ন বড় বড় কোম্পানির জিনিষ গুলো আপনি “বিক্রি করে” দিবেন । বিনিময়ে সেটির কমিশন পাবেন। আরো সহজ করে যদি বলি “ ধরেন আপনার মুখের ভাষা অনেক কিউট, আপনি সহজেই মানুষ পটাতে পারে” এখন আপনার এলাকার বড় কোন দোকান থেকে এক কেজি তেল নিয়ে একটি ভালো রিভিউ দিয়ে আপনার পরিচিত কারো কাছে বিক্রি করে দিলেন” এখন ঐ যে আপনি বড় দোকানের তেল আপনার কারো কাছে রিভিউ দিয়ে বিক্রি করিয়ে দিয়েছেন তার বিনিময়ে বড় দোকানদার আপনাকে ১০% বা বেশী কমিশন দিলো। ঐ কমিশন জিনিষটাই হলো এফিলিয়েট।
এখন এই অফলাইনের এফিলিয়েট সিস্টেমটাকে যদি আমরা অনলাইনে তুলনা করি তাহলে কাহিনী এমন হয় “ আমি একটি ওয়েবসাইট তৈরি করলাম, সেখানে আমি কম্পিউটার নিয়ে ভালো ভালো টিপস দিলাম, টিপসের পাশে অনলাইনের কোন বড় শপ (আমাজন) এর কম্পিউটার এর লিংক এড করে দিলাম, সেখানে লিখে দিলাম এই কম্পিউটারটি যদি কিনতে চান তাহলে এখান থেকে কিনতে পারেন। যখন আপনার ওয়েবসাইটে এসে কেও ভিজিট করে এবং সে যদি ইম্প্রেস হয়ে আপনার দেওয়া লিংক হতে কম্পিউটারটি কিনে ফেলে তাহলেই আমাজন থেকে আপনাকে কমিশন দিবে।
এফিলিয়েট মার্কেটিং যে শুধু যে ওয়েবসাইট করে আমাজনের করবেন এমন নয় কিন্তু, আপনি যে কোন প্রোডাক্টের প্রমোশন করে দিতে পারেন। সেটিই বিক্রি করাতে পারলেই কমিশন পাবেন। যদি এফিলিয়েট মার্কেটিং শিখতে চান তাহলে এই কোর্স গুলো দেখতে পারেনঃ https://www.skillshare.com/browse/affiliate-marketing?clickid=ym5QppT8jxyOW89wUx0Mo3QwUkiUG7wpBVSt040&irgwc=1&utm_content=4650&utm_term=Online%20Tracking%20Link&utm_campaign=397676&affiliateRef=6595003&utm_medium=affiliate-referral&utm_source=IR
অথবা এই https://mega.nz/folder/ZCwjSB7b#M0y4slfQcDMbv4yBueBdMw কোর্সটি ডাউনলোড করতে পারেন।
ইমেইল মার্কেটিংঃ ডিজিটাল মার্কেটিং’র আরেকটি জনপ্রিয় মাধ্যম হলো ইমেইল মার্কেটিং। যদি আপনি একজন ইমেইল মার্কেটার হতে চান তাহলে এই কোর্সটি দেখতে পারেনঃ https://www.hubspot.com/resources/courses/email-marketing ভাইরাল মার্কেটিংঃ ভাইরাল মার্কেটিং শিখতে হলে আপনাকে ট্রেন্ড বুঝতে হবে, অর্থাৎ দুনিয়াতে এখন কোন টপিক চলে সেটি জানতে হবে। যদি ট্রেন্ড বুঝে যান আপনি আপনার কনটেন্ট ভাইরাল করাতে পারবেন। ফ্রি এই https://www.classcentral.com/course/wharton-contagious-viral-marketing-5034 কোর্সটি করতে পারেন।
তাছাড়া ও ডিজিটাল মার্কেটিং এর আরো অনেক সেকশন আছে। সেগুলো নিয়ে আরেকদিন আলোচনা করবো। আবাতত উপরের যে কোন একটি টপিক থেকে শুরু করে দিন আপনার ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার।
এখন কিছু টিপস দেইঃ
আপনি তখনি সফল ডিজিটাল মার্কেটার হবেন যখন মানুষ এর মাইন্ড বুঝতে পারবেন। সব সময় রিসার্চ করার চেষ্টা করবেন। কারণ রিসার্চ করা না জানলে ডিজিটাল মার্কেটারের ভাত নাই।
যদি আপনি মনে করেন সোশ্যাল মিডিয়া মার্কেটার হবেন তাহলে কখনো চিন্তা করে যাবে না “ সোশ্যাল মিডিয়া মানেই ফেসবুক” মনে রাখবেন ফেসবুক ছাড়া আরো শত শত সোশ্যাল মিডিয়া আছে। আপনাকে আপনার ক্লাইন্ট বা টার্গেট ভিজিটরের কাছে সঠিক পণ্যটি পৌছাতে হবে। এ ক্ষেত্রে সে যদি ফেসবুক ব্যাবহার করে তাহলে ফেসবুক না হলে টুইটার।
তাড়াহুড়া করা যাবে না। আপনি হয়তো ফেসবুক এডের কাজ শিখে নিজেকে অনেক বড় ডিজিটাল মার্কেটার ভেবে ফেলেন বা ফেলবেন, এই জিনিষ করা যাবে না। সময় নিবেন একটি জিনিষ শিখা হয়ে গেলে আরেকটি নতুন জিনিষ শিখবেন। প্রতিদিন নতুন কিছু শিখে নিজের স্কিল বাড়াবেন। কখনো এখানেই সব শেষ বা আমি বস হয়ে গেছি চিন্তা করা যাবে না।
টাকা ইনকামের জন্য হর্নি হবেন না, আগে নিজের স্কিল আপগ্রেড করবেন, এই জিনিসটা করে ফেললে টাকা আপনার বাসায় আসবে। তাই এই লাইনে আসার আগে কিছু ইনভেস্ট নিয়ে আসুন। টাকার জন্য হার্নি হয়েছেন আর ধরে নিয়েন এখানেই ক্যারিয়ার শেষ।
এবার কিছু ওয়েবসাইট লিস্ট দিচ্ছি যেইগুলো আপনি ফলো করলে হয়তো একজন সফল ডিজিটাল মার্কেটার হয়ে যাবেন এবং আমি যেই সকল ওয়েবসাইট ফলো করিঃ
প্রতিদিন সকালে উটে বা ঘুমানর আগে চেষ্টা করে দেখবেন এই সাইট গুলো কী করে? কী লিখে? এই সাইটের ফাউন্ডার গুলোর লাইফস্টাইল গুলো কেমন! কথায় আছে গুণীজনের সাথে থাকলে ভালো না হলে ও খারাপ হওয়া যায় না। তাই এদের অনুসরণ করলে নিজের লাইফস্টাইল বা নিজের মার্কেটিং স্টাজি পরিবর্তন করতে পারবেন।
এবার ডিজিটাল মার্কেটিং এর কিছু টুলস শেয়ার করবো যেগুলো আপনার অনেক কাজে লাগবেঃ
এইবার ফ্রি কিছু ডিজিটাল মার্কেটিং এর কোর্সঃ
আশা করি এই রিসোর্স গুলো কাজে লাগালে অনেক কিছু করতে পারেন। আর যাই হউক শুরু তো করতে পারবেন। এরপর আবার আরেকটি পর্বে দেখা হবে এডভান্স আরো কিছু নিয়ে। কেমন লাগলো জানাতে ভুলবেন না! অনেক লম্বা লেখা তাই বানান ভুল হলে ক্ষামা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর পোস্টটি অব্যশই শেয়ার করবেন। কারণ শেয়ার করলে দরকারের সময় সব রিসোর্স গুলো সামনে থাকবে সবসময় আপনার।

ইতিহাস (২য়-পত্র)

জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ প্রস্ততিমূলক পরীক্ষা-২০২২ ইং শ্রেণি- দ্বাদশ বিষয়ঃ ইতিহাস (২য়-পত্র) ...