২০০১ সাল ঢাকার নয়াবাজার কুরবানির পশুর হাটে এই গরুটি দাম হাঁকানো হয় দেড় লাখ টাকা
সেদিন এতো দামে এই গরু কেউই কিনতে পারেনি।
২০১৯ সালে মাত্র ১৮ বছরে ৩০লাখ টাকা দামের গরুও কুরবানী হয়েছে
তাহলে কি মানুষ এই ১৮ বছরে ব্যাপক স্বাবলম্বি হয়েছে ব্যাপক উন্নতি করেছে।
আমি বলবো না।
এই ১৮ বছরে কিছু মানুষ বিবেক ও সততাকে বিসর্জন দিয়েছে
শিক্ষিতদের মধ্যে বেশিরভাগ অংশ প্রতারনা করছে,
রাজনীতি দুর্নীতিবাজদের হাতে চলে গেছে,
শিক্ষক সমাজ শিক্ষার নামে ব্যাবসায় নেমেছে,
অবৈধ উপায়ে অর্থ উপার্জনের প্রবনতা বেড়ে গেছে।
১৮ বছর আগে মানুষ সৎ ছিলো তাই দেড় লাখ টাকা দামের গরু কুরবানী দিতে কেউ সাহস করতে পারেনি।
আর এখন ৩০ লাখ টাকা দামের গরু লোক দেখানো জবাই দিচ্ছে কিন্তু কুরবানী হচ্ছে না।
মানুষ এখন ন্যায় নীতি বিসর্জন দিয়ে প্রতিযোগিতায় নেমেছে।
কোরবানিকে এখন বাপ দাদার ট্র্যাডিশনে পরিণত করেছে কিছু মানুষ।
কে কত টাকা দিয়ে কোরবানি দিবে!?
কত টাকার গরু কিনবে
কার গরু কতোটা বড় হবে...!!
কে কত বেশি মাংস ফ্রিজে জমা করতে পারবে।