Sunday, September 11, 2022
ইতিহাস (২য়-পত্র)
জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ
প্রস্ততিমূলক পরীক্ষা-২০২২ ইং
শ্রেণি- দ্বাদশ
বিষয়ঃ ইতিহাস (২য়-পত্র) কোড: ৩০৫
[আধুনিক বিশ্বের ইতিহাস]
সময়ঃ ১ ঘন্টা ৪০ মিনিট সৃজনশীল প্রশ্ন পূর্ণমানঃ ৪০
( যে কোন ৪টি প্রশ্নের উত্তর দাও)
১। দমােদর ইউনিয়নের করিম চেয়ারম্যান একজন স্বৈরাচারী মনােভাবাপন্ন ব্যক্তি ছিলেন। তিনি নিজেকে ইউনিয়নের সর্বেসর্বা মনে করতেন। তাঁর সকল নির্দেশনা ইউনিয়নবাসীর জন্য বাধ্যতামূলক ছিল। ইউনিয়নের শিক্ষিত অশিক্ষিত, ধনী- দরিদ্র কারোর মতামতকেই তিনি গ্রাহ্য করতেন না।
ক) কোন রাজা নিজেকে ‘বিপ্লবের সন্তান’ বলে দাবি করতেন ? ১
খ) ভার্সাই সন্ধি বলতে কী বােঝ? ২
গ) উদ্দীপকে বর্ণিত চেয়ারম্যানের সাথে তােমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর। ৩
ঘ) উক্ত শাসকের কর্মকাণ্ডই তাঁর দেশে বিপ্লবের সূচনা করেছিল-বিশ্লেষণ কর। ৪
২। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক বুদ্ধিজীবী সরাসরি অংশগ্রহণ না করলেও তারা তাদের লেখনীর মাধ্যমে মুক্তিযােদ্ধাদের অনুপ্রাণিত করেছিলেন। দেশের জনগণের পাশাপাশি বিশ্বজনমত গঠনেও তারা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলেন।
ক) “The Sprit of Laws” গ্রন্থের রচয়িতা কে? ১
খ) বাস্তিল দুর্গ বলতে কী বােঝ? বর্ণনা দাও। ২
গ) উদ্দীপকের লেখনীর সাথে তােমার পাঠ্যবইয়ের কাদের লেখনীর মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর। ৩
ঘ)উক্ত লেখনী তৎকালীন সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে কেমন ভূমিকা পালন করেছিল বলে তুমি মনে কর ? বিশ্লেষণ কর। ৪
৩। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম “বাংলাদেশ ব্যাংক”। এটি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, শৃঙ্খলারক্ষা ও বিধিবিধান জারির মাধ্যমে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ক) রুশ-জাপান যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? ১
খ) জার্মানির রাশিয়া ভীতি “ত্রিশক্তি চুক্তি”-এর অন্যতম কারণ বলা হয় কেন? ২
গ) উদ্দীপকের ব্যাংকটির ন্যায় তােমার পাঠ্যবইয়ে উল্লিখিত ব্যাংকের ভূমিকা লেখ। ৩
ঘ) উক্ত ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রপ্রধান রাষ্ট্র ও প্রজাসাধারণের কল্যাণ সাধন করেছিলেন- বিশ্লেষণ কর। ৪
৪। করিম সাহেব সন্ত্ৰীক 'ক' দেশে বেড়াতে গেলে তাকে হত্যা করা হয়।এ হত্যাকে কেন্দ্র করে অনেক দেশ মারাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে; যা পরবর্তীতে ভয়াবহ রূপ ধারণ করে।
ক) কোন দেশে সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হয়? ১
খ) মহাদেশীয় ব্যবস্থা কী? ২
গ)উদ্দীপকে বর্ণিত যুদ্ধের সাথে তােমার পাঠ্যবইয়ের কোন যুদ্ধের মিল রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ) উক্ত যুদ্ধের ভয়াবহতা বিশ্বকে কোন পরিণতির দিকে নিয়ে গিয়েছিল? বিশ্লেষণ কর। ৪
৫। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকহানাদার বাহিনী আধুনিক অস্ত্রশন্ত্র নিয়ে নিরীহ বাঙালিদের ওপর ঝাপিয়ে পড়ে। বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে কৌশলগতভাবে পাকিস্তানিদের আক্রমণ প্রতিহত করে। কৌশলগত কারণেই এ যুদ্ধে বাঙালিরা জয় লাভ করে।
ক) উড্রো উইলসন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? ১
খ) “কোড অব নেপােলিয়ন” কী? ২
গ) উদ্দীপকের পাকিস্তান রাষ্ট্রের পরাজয় তােমার পাঠ্যবইয়ের কোন দেশের পরাজয়ের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর। ৩
ঘ) কৌশলগত কারণেই উক্ত দেশের পরাজয় হয়েছিল- তােমার মতামত দাও। ৪
৬। বিংশ শতকের প্রথমদিকে একটি গুরুত্বপূর্ণ সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়; যা পরাজিত জোটকে অপমানিত করে। এই পক্ষপাতদুষ্ট সন্ধির খেসারত বিশ্বের মানুষকে পুনরায় দিতে হয়েছিল।
ক) প্যারিস সম্মেলনে কয়টি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়? ১
খ) Tith e কী ধরনের কর? ২
গ)উদ্দীপকে উল্লিখিত সন্ধির সাথে তােমার পাঠ্যবইয়ের কোন সন্ধির মিল রয়েছে?ব্যাখ্যা কর। ৩
ঘ) তুমি কি মনে কর উক্ত সন্ধির ব্যর্থতাই পরবর্তী সময়ে বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল? তােমার মতামত দাও। ৪
৭। বিশ্বের শক্তিশালী দেশগুলাে নিজেদের প্রাধান্য বিস্তারে বদ্ধপরিকর। নিজ স্বার্থের বিপরীতে থাকা দেশগুলাের বিরুদ্ধে তারা 'ক' ও 'খ' নামে দুটি শক্তি জোট গঠন করে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করে। এ জোটসমূহ বিশ্ব রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ফলে 'ক' জোটের দেশসমূহের সাথে 'খ' জোটের দেশসমূহের মতদ্বৈততা দেখা দেয়। 'ক' জোট বরাবরই ‘খ’ জোটের অন্যতম প্রতিদ্বন্দ্বী। এ দুটি জোটের দ্বন্দ্ব বিশ্বের বিভিন্ন দেশসমূহের মধ্যে ক্ষমতাগত পরিবর্তন সৃষ্টি করেছিল।
ক) বিসমার্ক কে ছিলেন ? ১
খ) ফুয়েরাব বলতে কী বােঝ ? ২
গ) উদ্দীপকে বর্ণিত পরস্পর বিরােধী জোট গঠনের সাথে তােমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ) উক্ত ঘটনা বিশ্বরাজনীতিতে বিশেষ ধরনের পরিবর্তন এনেছিল- বিশ্লেষণ কর। ৪
৮। রাফসান একজন চিত্রশিল্পী হতে চেয়েছিলেন। কিন্তু ছবি অঙ্কনের স্কুলে ভর্তি হতে ব্যর্থ হয়ে সে 'ক' রাষ্ট্রের সেনাবাহিনীতে যােগ দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে রাফসান একটি দল গঠন করে 'ক' দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট নির্বাচিত হন।
ক) নেপােলিয়নকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়? ১
খ) 'VETO' ক্ষমতা কী? ২
গ) উদ্দীপকে বর্ণিত রাফসানের সাথে তােমার পাঠ্যবইয়ের যে ব্যক্তির কর্মের মিল রয়েছে তা ব্যাখ্যা কর। ৩
ঘ) উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির কার্যক্রম বিশ্বে যে প্রভাব ফেলেছিল তােমার পাঠ্যবইয়ের আলােকে বিশ্লেষণ কর। ৪
৯। একটি অঞ্চলে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে তিনটি দেশ একত্রিত হয়ে জোট গঠন করে। এতে ভীত হয়ে অন্য কয়েকটি দেশ অনুরূপ চুক্তি স্বাক্ষর করে বিপক্ষ জোট গঠন করে। ফলশ্রুতিতে উক্ত অঞ্চলে শান্তি বিঘ্নিত হওয়ার পথ তৈরি হয়। একপর্যায়ে একটি ভয়াবহ যুক্ত সংঘটিত হয়। ইতােপূর্বে সংঘটিত কোনাে যুদ্ধে ব্যক্তি এত ব্যাপক ছিল না।
ক) ত্রি-সম্রাট লীগের সদস্য দেশগুলাের নাম কী? ১
খ) প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ কী? ২
গ) উদ্দীপকে বর্ণিত চুক্তিসমূহের সাথে তােমার পাঠ্যবইয়ের যে চুক্তিসমূহের মিল রয়েছে তা ব্যাখ্যা কর। ৩
ঘ) তুমি কি মনে কর, উক্ত যুদ্ধের ভয়াবহতা মানবতার মহাবিপর্যয়? তােমার মতের সপক্ষে যুক্তি দাও। ৪
১০। মনিপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে ক্ষমতা দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও রক্তপাত দাউদ মল্লিককে ব্যথিত করে। রক্তপাত, হানাহানি থেকে গ্রামগুলােকে রক্ষা করার জন্য তিনি একটি শান্তিসংঘ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ফলে গ্রামগুলাে দ্বন্দ্ব-সংঘাতের ভয়াবহতা থেকে রক্ষা পায় এবং গ্রামগুলােতে শান্তি প্রতিষ্ঠিত হয়।
ক) কার নেতৃত্বে জার্মানির একত্রীকরণ সম্পন্ন হয়েছিল? ১
খ) স্নায়ুযুদ্ধ কী? ২
গ) উদ্দীপকে উল্লিখিত মনিপুর ইউনিয়নের সংঘাত'-তােমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর। ৩
ঘ) উক্ত সংঘ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কী ভুমিকা পালন করেছিল? পাঠ্যবইয়ের আলােকে বিশ্লেষণ কর। ৪
১১। বাংলাদেশ-মায়ানমারের মধ্যে সমুদ্রসীমা বহুদিন ধরে বিদ্যমান। কিন্তু সম্প্রতি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিষয়টিকে সমাধান করে একটি স্থায়ী দিক নির্দেশনা প্রদান করে; যা উভয় দেশের মধ্যে শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ক) জাতিসংঘের প্রথম মহাসচিব কে? ১
খ) আটলান্টিক চার্টার বলতে কী বােঝায়? ২
গ) উদ্দীপকে তােমার পাঠ্যবইয়ের কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর। ৩
ঘ) উক্ত প্রতিষ্ঠান কী দায়িত্ব পালনে যথাযথ ভুমিকা পালন করেছিল? পাঠ্যবইয়ের আলােকে তােমার মতামত দাও।
Subscribe to:
Post Comments (Atom)
ইতিহাস (২য়-পত্র)
জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ প্রস্ততিমূলক পরীক্ষা-২০২২ ইং শ্রেণি- দ্বাদশ বিষয়ঃ ইতিহাস (২য়-পত্র) ...
-
মান্দা মমিন শাহানা সরকারি কলেজ বার্ষিক পরীক্ষা- ২০২২ ইং বিষয়ঃ সমাজকর্ম (সৃজনশীল) কোড: ২৭১ ...
-
আমাদের অক্ষমতা কি শুধু মনে? আসলে আমাদের সবচেয়ে বড়ো অসহায়ত্ব হচ্ছে আর্থিক অক্ষমতা। বেশিরভাগ সময় এই সক্ষমতা না থাকার কারণেই আমাদের...
-
জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ প্রস্ততিমূলক পরীক্ষা-২০২২ ইং শ্রেণি- দ্বাদশ বিষয়ঃ ইতিহাস (২য়-পত্র) ...
No comments:
Post a Comment