Sunday, September 11, 2022
সমাজকর্ম ,মান্দা মমিন শাহানা সরকারি কলেজ
মান্দা মমিন শাহানা সরকারি কলেজ
বার্ষিক পরীক্ষা- ২০২২ ইং
বিষয়ঃ সমাজকর্ম (সৃজনশীল) কোড: ২৭১
(প্রথমপত্র) শ্রেণীঃ একাদশ
পূর্ণমানঃ ৭০
সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট
( যে কোন ৭টি প্রশ্নের উত্তর দাও । প্রতিটি প্রশ্নের মান ১০ )
১। হােসনে আরা খন্দকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি একটি সমাজসেবা প্রতিষ্ঠানে পেশাদার সমাজকর্মী হিসেবে কর্মরত আছেন। তার কাজের প্রধান দিক হলাে— সাহায্যাথীর শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রের উন্নয়নে সহায়তা করা।
ক) 'Introduction to social Welfare' গ্রন্থের লেখক কে ? ১
খ) সমাজকর্ম ধারণাটি ব্যাখ্যা কর। ২
গ) উদ্দীপকের হােসনে আরা খন্দকারের কাজের ক্ষেত্রে সমাজকর্মের কোন উদ্দেশ্যের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ) মানুষকে পরিপূর্ণভাবে সাহায্য করার ক্ষেত্রে উদ্দীপকে ইঙ্গিতকৃত উদ্দেশ্যের তাৎপর্য ব্যাখ্যা কর। ৪
২। চাঁদপুর জেলার ভিক্ষাবৃত্তি সমস্যার সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসক একটি পরামর্শ সভার আয়ােজন করেন। উক্ত সভায় প্রফেসর আলাউদ্দিন ইংল্যান্ডের একটি দরিদ্র আইনের আলােকে ভিক্ষুকদেরকে সক্ষম ও অক্ষম এ দু'ভাবে বিভক্ত করা এবং সক্ষম ভিক্ষুকদের কাজের ব্যবস্থা করে দিতে পরামর্শ দেন।
ক) বিভারিজ রিপাের্ট কত সালে পেশ করা হয়? ১
খ) দরিদ্র আইন বলতে কী বােঝায়? ২
গ)উদ্দীপকে প্রফেসর আলাউদ্দিন ইংল্যান্ডের কোন আইনের আলােকে পরামর্শ - দিয়েছেন? ব্যাখ্যা কর। ৩
ঘ) দরিদ্র সমস্যা সমাধানে উক্ত আইনের ভূমিকা আলােচনা করাে। ৪
৩। শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন হওয়ার পাশাপাশি জটিল ও পরস্পর সম্পর্কযুক্ত বহূমুখী সমস্যা সৃষ্টি হয় যা অর্থ ও বস্তুুগত সেবার মাধ্যমে সমাধান সম্ভব হচ্ছিল না। শিল্পবিপ্লবােত্তর আধুনিক সমাজ ব্যবস্থায় সৃষ্ট এ সমস্যা সমাধানে বৈজ্ঞানিক পদ্ধতি- নির্ভর ও বুদ্ধিভিত্তিক পেশাদার সেবা কার্যক্রমের প্রয়ােজন দেখা দেয়।
ক) প্রথম শিল্প বিপ্লব' প্রত্যয়টির নামকরণ করেছিলেন কে? ১
খ) সমাজকর্ম শিক্ষা বলতে কী বােঝায়? ২
গ) উদ্দীপকে শিল্প বিপ্লবের ফলে কোন পেশার উদ্ভব ও বিকাশ হয়েছে? ব্যাখ্যা কর। ' ৩
ঘ) উদ্দীপকে উল্লিখিত পেশাটির বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা আলােচনা কর। ৪
৪। সুমন ও সুজন বাল্যবন্ধু। সুমন উচ্চ মাধ্যমিক পাস করে একটি মেডিকেল কলেজে ভর্তি হয় এবং ডাক্তারি পাস করে জনগণের সেবায় নিজেকে নিয়ােজিত করে জীবিকা নির্বাহ করে। অন্যদিকে সুজন দরিদ্রতার কারণে পড়াশােনা করতে না পেরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে।
ক) মূল্যবোেধ কী? ১
খ) পেশার ক্ষেত্রে জবাবদিহিতা গুরুত্বপূর্ণ কেন? ২
গ) উদ্দীপকের সুমনের জীবিকা নির্বাহের উপায়টিকে কী হিসেবে আখ্যায়িত
করা যায়? ব্যাখ্যা কর। ৩
ঘ) উদ্দীপকের সুমন ও সুজনের জীবিকা নির্বাহের উপায় দুটির বৈসাদৃশ্ - বিশ্লেষণ কর। ৪
৫। ফাতেমা জেসমিন একজন সম্পদশালী ধার্মিক মহিলা। তিনি প্রতি বছর রমজান, মাসের প্রথম ভাগে ইসলাম ধর্মের বিধান অনুযায়ী তার সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্র, অভাবগ্রস্ত ও ঋণগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করেন। তিনি বিশ্বাস করেন এর মাধ্যমে সমাজে সম্পদ ও সুযােগ-সুবিধার সুষম বন্টনের পরিবেশ সৃষ্টি হবে।
ক) দানশীলতা কী? ১
খ) এতিমখানার কার্যক্রম ব্যাখ্যা করাে। ২
গ) উদ্দীপকে ফাতেমা জেসমিনের কর্মকাণ্ডে কোন ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠানের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ) উক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে কীভাবে সমাজে সুষম বণ্টনের পরিবেশ সৃষ্টি হতেপারে আলােচনা কর। ৪
৬। জনাব ফজল একজন পেশাদার সমাজকর্মী। তিনি সমস্যাগ্রস্ত ব্যক্তির উপর
জোরপূর্বক কোনাে সিদ্ধান্ত চাপিয়ে দেন না। সিন্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যক্তির মতামত প্রকাশের স্বাধীনতা দেয়া হয়। যাতে সমস্যাগ্রস্ত ব্যক্তি নিজেই নিজের সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়।
ক) ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি? ১
খ) সমাজকর্ম পেশা বলতে কী বােঝায়? ২
গ) উদ্দীপকে ব্যক্তি সমাজকর্মের কোন নীতির ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ) ব্যক্তির সমস্যা সমাধানে উক্ত নীতির তাৎপর্য বিশ্লেষণ কর। ৪
৭। সমাজকর্মী ফরিদ আহমেদ তাঁর প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সমাজকর্মের একটি সহায়ক পদ্ধতির উপাদান হিসেবে কিছু কাজ করে থাকেন। প্রথমত তিনি লক্ষ্যভুক্ত জনগােষ্ঠীকে সংগঠিত করেন, দ্বিতীয়ত সঠিক নেতৃত্ব নির্বাচন করেন, তৃতীয়ত জনগণের মধ্যে কার্যক্রমে অংশগ্রহণের অনুভূতি জাগ্রত করেন, চতুর্থত জনমত সৃষ্টি করেন।
ক) গবেষণা কী? ১
খ) সামাজিক গবেষণা বলতে কী বােঝায়? ২
গ) উদ্দীপকে ফরিদ আহমেদ সমাজকর্মের কোন সহায়ক পদ্ধতির উপাদান
অনুসরণ করেন? ব্যাখ্যা কর। ৩
ঘ) উক্ত পদ্ধতিতে জনমত সৃষ্টির গুরুত্ব ব্যাখ্যা কর। ৪
৮। জেসমিন করে একটি রক্ষনশীল সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ষোল বছর বয়সে কলেজশিক্ষক মিঃ করিমের সাথে তার বিয়ে হয়। স্বামীর সহযোগিতায় তিনি পড়াশোনা করেন। স্বামীর মৃত্যুর পর অনেক সম্পদের মালিক হন। নিজ তিনি গ্রামে নারীদের শিক্ষার জন্য একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। মহিলাদের সচেতন ও সংগঠিত করার লক্ষ্যে মহিলা সমিতি নামের একটি সংগঠন গড়ে তোলেন।
ক) সতীদাহ প্রথা উচ্ছেদ আইন কত সালে প্রণীত হয়? ১
খ) নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝায় ? ২
গ) উদ্দীপকে জেসমিন করিমের কর্মকান্ডের সাথে বাংলাদেশের কোন বিখ্যাত সমাজ সংস্কারকের মিল রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ) উদ্দীপকে উল্লিখিত জেসমিন করিমের কর্মকান্ড নারী উন্নয়নে কিভাবে সহায়তা করতে পারে ? আলোচনা কর। ৪
৯। জনাব আসির একজন পেশাদার সমাজকর্মী। তার নিকট একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি আসে। জনাব আসির সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে উদ্দেশ্যমূলক সম্পর্ক গড়ে তোলেন। তিনি তাঁকে সমস্যা সমাধানের বিষয়ে নিজ মতামত প্রকাশের এবং সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেন। এতে সমস্যাগ্রস্ত ব্যক্তি আসির সাহেবের উপর আস্থাশীল হয়ে ওঠে।
ক) ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারকে কি বলা হয়? ১
খ) শ্রমের মর্যাদা বলতে কী বোঝায় ? ২
গ) উদ্দীপকে সমাজকর্মের কোন মূল্যবোধের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ) সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানে উদ্দীপকে ঈঙ্গিতকৃত মূল্যবোধের গুরুত্ব বিশ্লেষণ কর। ৪
১০। বৃদ্ধ মা-বাবা স্ত্রী-সন্তান নিয়ে তাহসান সাহেবের সুখের সংসার। সকালে সন্তানকে স্কুলে দিয়েই অফিসে চলে যান। অফিস শেষ করেই বাসায় ফিরে মা-বাবার খোঁজ নেন। তারপর পরিবারের সকলের সাথে আনন্দে মেতে উঠেন। কখনও কখনও সবাইকে নিয়ে বাহিরে কোথাও আনন্দ ভ্রমণে বের হন। পরিবারের সদস্যরা একে অপরের প্রতি খুবই সহানুভূতিশীল।
ক) সমষ্টি সংগঠন পদ্ধতি কোন ধরনের সমষ্টিতে প্রয়োগ করা হয়? ১
খ) ব্যক্তি সমাজকর্মে ব্যক্তি কে? বুঝিয়ে লিখ। ২
গ) উদ্দীপকে যে ধরনের দলের প্রতিফলন দেখা যাচ্ছে তার বৈশিষ্ট্য বর্ণনা কর। ৩
ঘ) উদ্দীপকে ইঙ্গিতকৃত দলটির বন্ধন অন্যান্য দলগুলোর তুলনায় অপেক্ষাকৃত বেশি। উক্তিটির সত্যতা যাচাই কর। ৪
১১। ক’ নামক রাষ্ট্রটি একটি নব্য স্বাধীন রাষ্ট্র। দেশটি পুনর্গঠনের কাজে হাত দিয়ে সরকারকে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হল। দেশটিতে জনবসতির ঘনত্ব অনন্যা রাষ্ট্রের তুলনায় অনেক বেশি। সাধারণ চাহিদা তো দূরের কথা মৌল মানবিক চাহিদা পূরণের ব্যবস্থা করাই দেশটির সরকারের পক্ষে দুরহ হয়ে উঠলো।
ক) বাংলাদেশের বিদ্যমান যে কোন একটি সামাজিক নীতির নাম উল্লেখ কর ? ১
খ) পরিকল্পনা বলতে কি বোঝায়? ২
গ) ক’ নামক রাষ্ট্রটিতে বিদ্যমান সমস্যা সমাধানে সরকার সর্বাগ্রে যে সামাজিক নীতি গ্রহণ করতে পারে ? তার ব্যাখ্যা কর। ৩
ঘ) উক্ত নীতির বাস্তবায়ন না ঘটলে ক’ নামক রাষ্ট্রটিতে যে ধরনের বিরূপ প্রভাব পরিলক্ষিত হতে পারে তা নিরূপণ কর। ৪
Subscribe to:
Post Comments (Atom)
ইতিহাস (২য়-পত্র)
জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ প্রস্ততিমূলক পরীক্ষা-২০২২ ইং শ্রেণি- দ্বাদশ বিষয়ঃ ইতিহাস (২য়-পত্র) ...
-
মান্দা মমিন শাহানা সরকারি কলেজ বার্ষিক পরীক্ষা- ২০২২ ইং বিষয়ঃ সমাজকর্ম (সৃজনশীল) কোড: ২৭১ ...
-
আমাদের অক্ষমতা কি শুধু মনে? আসলে আমাদের সবচেয়ে বড়ো অসহায়ত্ব হচ্ছে আর্থিক অক্ষমতা। বেশিরভাগ সময় এই সক্ষমতা না থাকার কারণেই আমাদের...
-
জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ প্রস্ততিমূলক পরীক্ষা-২০২২ ইং শ্রেণি- দ্বাদশ বিষয়ঃ ইতিহাস (২য়-পত্র) ...
No comments:
Post a Comment