Tuesday, January 7, 2020


আমাদের অক্ষমতা কি শুধু মনে?
আসলে আমাদের সবচেয়ে বড়ো অসহায়ত্ব হচ্ছে আর্থিক অক্ষমতা।
বেশিরভাগ সময় এই সক্ষমতা না থাকার কারণেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় ধুঁকে ধুঁকে মৃত্যুর।
আমরা ছোট খাটো কাজ দিয়ে স্বাবলম্বী জীবন শুরু করতে পারি । বড় কিছু করতে হবে এই ভয় এবং ভাবনার কারণেই কিন্তু অনেক সময় আমাদের অনেকের জীবনে আর কিছু করা হয়ে উঠে না । তাইনা ?
নিজেকে সকল অক্ষমতা থেকে বের করে আনেন। অবশ্যই কিছু না কিছু যোগ্যতা সবার মাঝেই আছে এই যোগ্যতা দিয়েই শুরু করেন।
সাফল্য পরিশ্রম থেকে আসে।
এখনো আপনার কাছে কিছু নেই কাজ শুরু করার পর ও যদি না থাকে ঘাবড়ে যাবেন না।
চালিয়ে যান।

No comments:

Post a Comment

ইতিহাস (২য়-পত্র)

জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ প্রস্ততিমূলক পরীক্ষা-২০২২ ইং শ্রেণি- দ্বাদশ বিষয়ঃ ইতিহাস (২য়-পত্র) ...