Sunday, September 11, 2022

মান্দা মমিন শাহানা সরকারি কলেজ

মান্দা মমিন শাহানা সরকারি কলেজ প্রস্ততিমূলক পরীক্ষা- ২০২২ ইং বিষয়ঃ সমাজকর্ম (সৃজনশীল) কোড: ২৭২ শ্রেণীঃ দ্বাদশ পত্র দ্বিতীয় পূর্ণমানঃ ৪০ সময়ঃ ১ ঘন্টা ৪০ মিনিট ( যে কোন ৪টি প্রশ্নের উত্তর দাও । প্রতিটি প্রশ্নের মান ১০ ) ১। বিগত বছরের হাওর অঞ্চলে অকাল বন্যায় কৃষকদের প্রধান ফসলের ব্যাপক ক্ষতি হয়। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাস বন্ধ থাকে। জরুরি চিকিৎসাসেবা ও সংকট দেখা আয় রোজগার না থাকায় অনেকে ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি মেরামত করতে পারেনি। ক) Common Human Needs গ্রন্থটি কে রচনা করেন ? ১ খ) শিক্ষাকে কেন মৌল মানবিক চাহিদা বলা হয়? ২ গ) উদ্দীপকে কোন মৌল মানবিক চাহিদা অনুপস্থিতি লক্ষণীয়? ব্যাখ্যা কর । ৩ ঘ) উদ্দীপকে অনুপস্থিত মানবজীবনের মৌল মানবিক চাহিদার তাৎপর্য বিশ্লেষণ কর। ৪ ২। সাভারে একটি গার্মেন্টসের মালিক ও শ্রমিক দ্বন্দ্বের কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে নিম্নশ্রেণির কর্মচারীদের ছাঁটাই করে মালিক নতুন করে কারখানা শুরু করতে চাইলে তারা প্রতিবাদ ও আন্দোলন শুরু করে। উচ্চবিত্ত কর্মকর্তাদের সমস্যা না হলেও নিম্নশ্রেণির কর্মীদের পথে বসতে হয়। এদের সমস্যা সমাধান ও উভয়পক্ষের মধ্যে সমঝোতা করার জন্য তৃতীয় পক্ষের প্রয়োজন উপলব্ধি করে। ক) ক্লিনিক্যাল সমাজকর্ম কি? ১ খ) প্রবীণ সমাজকর্ম বলতে কী বোঝো? ২ গ)উদ্দীপকের সমস্যা সমাধানের জন্য সমাজকর্মের কোন বিশেষায়িত শাখার তৃতীয় পক্ষ হিসেবে কাজ করতে পারে? ব্যাখ্যা কর। ৩ ঘ)উদ্দীপকে উল্লিখিত সমস্যার সমাধানে তৃতীয় পক্ষ কিভাবে ভূমিকা রাখতে পারে? মতামত দাও। ৪ ৩। রাজিব একটি নামকরা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তিনি চাকরির চেষ্টা করেছেন। তবে প্রচলিত মজুরি কাঠামোতে চাকরি করতে ইচ্ছুক থাকা সত্বেও তিনি চাকরি পেতে অসমর্থ হন। অন্যদিকে পুঁজি না থাকায় তার পক্ষে ব্যবসা করাও সম্ভব হচ্ছে না। তাই বর্তমানে তিনি অনেকাংশে হতাশাগ্রস্থ। ক) অপুষ্টি কি? ১ খ) বাল্যবিবাহ বলতে কী বোঝ ? ২ গ) রাজিবের বিষয়টি কোন ধরনের সমস্যাকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর। ৩ ঘ) উদ্দীপকে ইঙ্গিত কৃত সমস্যা সমাধানে একজন সমাজকর্মীর ভূমিকা কি হতে পারে? তা বিশ্লেষণ কর । ৪ ৪। অর্কের বয়স ১৫ বছর। সে যানবাহন ভাংচুরের ঘটনায় অপরাধী। একটি বিশেষ আদালতে তাকে হাজির করা হলে আদালত শর্তসাপেক্ষে তাকে মুক্তি দিল। ক) গ্রামীণ সমাজসেবা ( USS) এর কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীন? ১ খ) শহর সমাজসেবা ( USS) বলতে কী বোঝায়? ২ গ) উদ্দীপকে ইঙ্গিত কৃত বিশেষ আদালত কেন অর্ককে মুক্তি দিল ? ব্যাখ্যা করো। ৩ ঘ) শাস্তি নয়, সংশোধনই ইঙ্গিত কৃত বিশেষ আদালতের মূল দর্শন- পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর। ৪ ৫। জনাব মিজান একজন সমাজ সচেতন ব্যক্তি। তিনি কক্সবাজার জেলার Save Rohibga’ নামে একটি মানব হিতৈষী সংস্থা গড়ে তোলেন। এর উদ্দেশ্য হচ্ছে রাখাইন থেকে আগত শরণার্থীদের মানবিক সাহায্য প্রদান। এজন্য তিনি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে ব্যাপক অর্থ সংগ্রহ করেন। ক) গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? ১ খ) UCEP এর লক্ষ্য দল কারা । ২ গ) জনাব মিজানের Save Rohibga সংস্থার সাথে তোমার পাঠিত বাংলাদেশের কোন সংস্থা প্রতিষ্ঠার পটভূমির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো। ৩ ঘ) উদ্দীপকে ইঙ্গিত কৃত সংস্থাটির কার্যক্রম বর্তমানে আরো বিস্তৃত- পাঠ্যপুস্তকের এর আলোকে বিশ্লেষণ কর। ৪ ৬। মস্তিষ্কের বিকাশ জনিত এক ধরনের প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করেছেন জনাব সাইমা ওয়াজেদ পুতুল । এ প্রতিবন্ধিতার শিকার শিশুদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনয়ন চিকিৎসা ও পুনর্বাসন ক্ষেত্রে তিনি নিবেদিতপ্রাণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৭ সালে এই মহতী কর্মের জন্য তাকে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন সম্মানে ভূষিত করে। ক) মাদকদ্রব্য( ইয়াবা) শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ১ খ) বাল্যবিবাহ বলতে কী বোঝায়? ২ গ) উদ্দীপকে উল্লিখিত মস্তিষ্কের বিকাশ জনিত কোন সমস্যার ইঙ্গিত রয়েছে ? ব্যাখ্যা কর। ৩ ঘ) উদ্দীপকে ইঙ্গিত কৃত সমস্যাটির প্রভাব ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বিস্তৃত- বিশ্লেষণ কর। ৭। নিরপরাধ রাশেদ আইন-শৃঙ্খলা বাহিনীর নির্মম অত্যাচারে আজ পঙ্গু। বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছে মা। মিথ্যা মামলায় জেল খাটছে রাশেদ। সংবাদপত্রে প্রকাশিত এমন একটি সংবাদ দেখে বাংলাদেশের একটি প্রতিষ্টিত প্রতিষ্ঠান স্বপ্রণোদিত হয়ে কেসটি গ্রহণ করে। রাশেদের মৌলিক অধিকার রক্ষায় সরেজমিনে তদন্ত শুরু করে। আটকের স্থান পরিদর্শন সহ তথ্য সংগ্রহ করে জেলখানায় রাশেদের সাথে সাক্ষাৎ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছে এবং মামলা পরিচালনা করে অবশেষে রাশেদ মুক্তি পেয়েছেন প্রতিষ্ঠানটি তে চেয়ারম্যান সহ ছয়জন সদস্য রয়েছেন। সংসদ ২০১০ সালের ২২ শে জুন প্রতিষ্ঠানটি পূর্ণ গঠিত হয়। ক) দুর্যোগ ব্যবস্থাপনা কি ? ১ খ) বৃত্তিমূলক প্রশিক্ষণ দরিদ্রদের স্বাবলম্বী করতে কিভাবে সাহায্য করবে? ২ গ) উদ্দীপকের রাশেদকে সাহায্য করছে কোন প্রতিষ্ঠান ? ব্যাখ্যা করো। ৩ ঘ) উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি কিভাবে রাশেদকে ন্যায় বিচার প্রদানের সফল হল? মতামত দাও। ৪ ৮। উচ্চশিক্ষিত বিধান একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। তাঁর এই প্রতিষ্ঠান থেকে মূলত দুঃস্থ অসহায় নারী ভূমিহীন এবং প্রায় ভূমিহীনদের বিনা জামানতে ঋণ দেওয়া হয় দলীয় ভিত্তিতে এ ঋণ দেওয়া হয়। এ প্রতিষ্ঠান থেকে শুধু ঋণ দেওয়া হয় না বরঞ্চ ঋণের এর ব্যবহার তদারকি করে তা সঠিকভাবে আদায়ও করা হয় । ঋণগ্রহীতারা কেবল সদস্য নয় বরং মালিকও। ক) ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে? ১ খ) প্রবীণ হিতৈষী সংঘের একটি উদ্দেশ্য ব্যাখ্যা কর ? ২ গ) উদ্দীপকের বিধানের প্রতিষ্ঠান বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সামঞ্জ্যপূর্ণ? নিরূপণ কর। ৩ ঘ) বিধানের প্রতিষ্ঠানের কার্যক্রমের একটি নিজস্ব মূল্যায়ন উপস্থাপন কর। ৪ ৯। জামাল সন্দ্বীপে বেড়াতে গিয়ে বেশকিছু সুউচ্চ চারতলা বিশিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান দেখে অবাক হয়। অনুসন্ধানে সে জানতে পারে এসব ইমারত দুর্যোগকালীন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ সংস্থার স্বেচ্ছা সেবিরা দুর্যোগের আগাম পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে মাইকিং করলে দুর্গত এলাকার জনগণ ঐ আশ্রয় কেন্দ্রে অবস্থান করে। সংস্থাটি প্রয়োজনে জরুরি ভিত্তিতে অন্ন বস্ত্র দিয়ে সাহায্য করে। ক) UNDP এর পূর্ণরূপ কি? ১ খ) আন্তর্জাতিক সংগঠন বলতে কী বোঝায়। ২ গ) উদ্দীপকে কোন সংস্থার কার্যক্রমের ইঙ্গিত করা হয়েছে ? নিরূপণ কর। ৩ ঘ) দুর্যোগ আক্রান্ত মানুষের কল্যাণে উক্ত সংস্থার আরো যেসব ভূমিকা রয়েছে তা বিশ্লেষণ কর। ৪ ১০। গণমাধ্যম বিষয়ে শ্রেণিকক্ষে পাঠদান এক পর্যায়ে শিক্ষক গণমাধ্যম বিষয়ক আলোচনা করেন। গণমাধ্যম জনগণের নিকট প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তথ্য সরবরাহ করে। জনগণ সরাসরি তা দেখতে শুনতেও পড়তে পারে। তিনি কিছু গণমাধ্যম এর উদাহরণ দেন । যেমন- রেডিও, টিভি,, চলচ্চিত্র, সঙ্গীত ইত্যাদি। এসব মাধ্যম সমূহ জনমত গঠনে সহায়তা করে। ক) ধর্ম হলো অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস -এটি কার উক্তি? ১ খ) উচ্চ ও আদালত নিম্ন আদালত কি ? বুঝিয়ে লেখ। ২ গ) উদ্দীপকে ইঙ্গিত কৃত গণমাধ্যম এর প্রকারভেদ উল্লেখ পূর্বক ব্যাখ্যা করো। ৩ ঘ) উদ্দীপকে বিবৃত উদাহরণসমূহ কি প্রক্রিয়ায় জনমত গঠনে সহায়তা করে? বিশ্লেষণ কর। ৪ ১১। আসাদ বিয়ে করেছেন তিন মাস হল। কিন্তু তিনি ভাবছেন বিয়ের সময় চুক্তিকৃত সব টাকা ও উপহার এখনো বাকি রয়েছে। তাই নাজমা প্রায় চাপ দিচ্ছেন। কিন্তু এতে ফল না পাওয়ায় নাজমাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। বর্তমান নির্যাতনের মাত্রা সহ্যের সীমা ছাড়িয়েছে । ক) মাদক নিয়ন্ত্রণ অধ্যাদেশে কোন সালে পাশ হয়? ১ খ) সামাজিক আইন বলতে কি বুঝায়? ২ গ) উদ্দীপকে নাজমা কোন কোন আইনের মাধ্যমে সহায়তা পেতে পারেন ? ব্যাখ্যা দাও। ৩ ঘ) উদ্দীপকের আসাদের মত ব্যক্তিদের সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধের উদ্দেশ্যে এ আইনটি প্রণীত হয়েছে- মতামত দাও। ৪

No comments:

Post a Comment

ইতিহাস (২য়-পত্র)

জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ প্রস্ততিমূলক পরীক্ষা-২০২২ ইং শ্রেণি- দ্বাদশ বিষয়ঃ ইতিহাস (২য়-পত্র) ...