Sunday, September 11, 2022

চাঁন্দাশ ডিগ্রি কলেজ

চাঁন্দাশ ডিগ্রি কলেজ মহাদেবপুর, নওগাঁ। অর্থনীতি ২য়পত্র সময়: ১.৩০ মিনিট পূর্ণমান: ৪০ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। ১। দমােদর ইউনিয়নের করিম চেয়ারম্যান একজন স্বৈরাচারী মনােভাবাপন্ন ব্যক্তি ছিলেন। তিনি নিজেকে ইউনিয়নের সর্বেসর্বা মনে করতেন। তার সকল নির্দেশনা ইউনিয়নবাসীর জন্য বাধ্যতামূলক ছিল। ইউনিয়নের শিক্ষিত অশিক্ষিত ধনী- দরিদ্র কারোর মতামতকেই তিনি গ্রাহ্য করতেন না। ক) বহুমুখী খামার কাকে বলে? খ) কৃষিজোত বলতে কী বোঝো? গ) কৃষি পণ্য বিপণনের কৃষক রফিক উদ্দিন এর সমস্যাগুলো আলোচনা করো। ঘ) কৃষি পণ্য বিপণন এর সমস্যা সমাধানে সরকারকে গৃহীত পদক্ষেপ ছাড়া আর কি কার্যকারী পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে তুমি মনে ? ব্যাখা করো। ২। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। সনাতন পদ্ধতিতে চাষাবাদ হলেও বর্তমানে কৃষিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। কৃষি উৎপাদনে বৈচিত্র এসেছে। যার জন্য পূর্বের তুলনায় কৃষকদের বেশি পরিমাণে মূলধন প্রয়োজন হচ্ছে। কিন্তু নানা কারণে কৃষক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত কৃষিঋণ সংগ্রহ করতে পারে না। অতিসম্প্রতি সরকার কৃষি ঋণ ও উপকরণ বিতরণ অতি সহজ মূ্ল্য করছে। যার ইতিবাচক প্রভাব কৃষি উৎপাদনে পরিলক্ষিত হচ্ছে। ক) কৃষিজোত কাকে বলে? খ) মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য তত্ত্বের কারণেই কৃষকগণ ফসলের ন্যায্যমূল্য পায় না-ব্যাখ্যা করো। গ) প্রাতিষ্ঠানিক উৎস থেকে ডিম সংগ্রহ কিশোরকে সমস্যাসহ উৎপাদকের আলোকে বর্ণনা করো। ঘ) কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কৃষি ঋণ ও কৃষি উপকরণ বিতরণ যথেষ্ট কি? তোমার মতামত দাও। ৩। জব্বার ও সালাম দুই বন্ধু। দুজনেই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। জব্বার তারেক একর জমিতে উৎপাদিত ফসলের পুরোটাই নিজের পরিবারের ভরণ পোষণের জন্য ব্যয় করে। কিন্তু সালামের জমির পরিমাণ বেশি। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে এবং উৎপাদিত ফসল বাজারে বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে। ক) কৃষি পণ্য বিপণন কি? খ) কৃষি খামার ও কৃষি জোত কি এক ? ব্যাখ্যা করো। গ) উদ্দীপক অনুযায়ী করে এই ধরনের সুবিধা গুলো আলোচনা করো। ঘ) উদ্দীপকের আলোকে জব্বার ও সালামের খামারের মধ্যে মধ্যে তুলনা করো। ৪। বিংশ শতাব্দীর গোড়ার দিকে পাট ও পাটজাত পণ্যের জন্য বাংলাদেশ বিখ্যাত ছিল। কিন্তু একে শতাব্দীর শেষার্ধে পলিথিন নাইলন ও প্লাস্টিক সামগ্রীর উৎপাদন ও ব্যবহার বেড়ে যায় এবং পাটের ব্যবসা দেখা দেয়। 1 জানুয়ারি 2002 থেকে ঢাকা শহরে এবং মার্চ 2002 থেকে সারাদেশে সরকার পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে পাটের তৈরি ব্যাপক ব্যবহারের উদ্যোগ নেয়। অন্যদিকে সম্প্রতি বাংলাদেশের বিজ্ঞানীরা পাটের জীবন রহস্য উন্নোচন করার শিল্পের বিকাশের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। ক) আমদানি বিকল্প শিল্প কি? খ) কর্মসংস্থান সৃষ্টিতে কুটির শিল্পের অগ্রণী ভূমিকা রয়েছে। ব্যাখ্যা করো? গ) উদ্দীপকের আলোকে পাটের ব্যবসা মন্দা দেখা দেওয়ার কারণগুলো ব্যাখ্যা করো। ঘ) পাট শিল্পের সম্ভাবনার দ্বার নতুনভাবে উন্মোচিত হয়েছে। উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৫। দক্ষিণ এশিয়ার কৃষি প্রধানিএকটি দেশ। দেশটিতে বাণিজ্য ঘাটতি লেগেই আছে। উচ্চশিক্ষিত উদ্যোক্তা সে দেশের সরকারকে দেশে উৎপাদিত কাঁচামালের সাহায্য শিল্পজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি পণ্যের পরামর্শ দিল এবং এমন কিছু পণ্য উৎপাদন করতে অনুরোধ করলো যেগুলো বর্তমানে আমদানি করতে হয় এর ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও দেশীয় শিল্পের প্রসার ঘটবে। ক) শিল্প কাকে বলে? খ) বাংলাদেশের প্রধান প্রধান বৃহৎ শিল্প গুলোর নাম লেখ? গ) উদ্দীপকে উল্লেখিত শিল্প কিভাবে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি মেটাতে পারে? ব্যাখ্যা করো। ঘ) উদ্দীপকের আলোকে বাংলাদেশে আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব আলোচনা করো । ৬। বাংলাদেশের জলবায়ু খাদ্য ও সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট ইত্যাদি অনেক কারণের জনসংখ্যা সম্পদের তুলনায় বেশি জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সময়ে সরকার শিক্ষার প্রসার নারীশিক্ষার প্রসার ক্ষমতায়ন ও বহুবিবাহ নিষিদ্ধকরণ জাতীয় কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছে তথাপি বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক দেশের তুলনায় বেশি যেমন 2012 সালের হিসাব অনুযায়ী দেশের স্থল জন্মহার ছিল 20.5 মৃত্যুর হার ছিল 6 বহিরাগমন ২ বহির্গমন হার ৪ছিল ক) অভিবাসন কি? খ) মানবসম্পদ উন্নয়ন কিভাবে আত্মকর্মী সৃষ্টিতে সহায়ক? গ) উদ্দীপকের আলোকে জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় করো ঘ) জনসংখ্যা বৃদ্ধির হার রোধকল্পে সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ যথেষ্ট কিনা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ৭। ক) স্থল জন্মহার কি? খ) কর্মসংস্থানের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কেমন? গ) উদ্দীপক থেকে নিম্ন জনসংখ্যা ও অতি জনসংখ্যা উল্লেখ করো। ঘ) প্রদত্ত উদ্দীপকে কাম্য জনসংখ্যা কত কেন ? ব্যাখ্যা করো ৮ । ক) সূচক সংখ্যা কী ? খ) রপ্তানি বৃদ্ধি কীভাবে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে? ব্যাখ্যা করো। গ) চিত্র অনুযায়ী মুদ্রাস্ফাতির পরিমাণ নির্ণয় করো। ঘ) চিত্রে উল্লিখিত মুদ্রাস্ফীতির কারণ বিশ্লেষণ করো। ৯। উন্নয়নশীল দেশগুলোর দ্রুত অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ঘাটতি ব্যয় ও অতিরিক্ত অর্থের যোগান সহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করে ফলে দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এমত অবস্থায় বাজারে প্রদত্ত খাদ্য সামগ্রী দোকান থাকা সত্বেও নিম্নবিত্ত মানুষের সংসার চালাতে কষ্ট হয় এই জন্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হয়। ক) মুদ্রাস্ফীতি কি? খ) সীমিত আয়ের মানুষের উপর মুদ্রাস্ফীতির কিরূপ প্রভাব পড়ে ? গ) উদ্দীপকের আলোকে মুদ্রাস্ফীতির কারণগুলো ব্যাখ্যা করো। ঘ) উদ্দীপকে উল্লেখিত সমস্যা নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ গুলো বর্ণনা করো। ১০। মিস্টার আলতাফ একজন ইংল্যান্ড ব্যবসায়ী বাঙালি। তিনি দীর্ঘদিন যাবত লন্ডনে বসবাস করেছেন নিজের দেশে সমৃদ্ধ সবসময় খোঁজ খবর নেন। একদিন তিনি পত্রিকায় দেখে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করছে। তার রপ্তানির পরিমাণ এবং আমদানি ও বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য হচ্ছেন সরকার ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের সুবিধা দিচ্ছে খুব খুশি হন। ক) বিশ্বায়ন কি? খ) আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হওয়ার দুটি কারণ লেখ? গ) উদ্দীপকের আলোকে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ঘ) বাণিজ্য ঘাটতি দূর করনে কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে তুমি মনে করো উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। ১১। সেলিম সাহেব একটি উন্নয়নশীল দেশের আদিবাসী। তিনি তার ব্যবসা সম্প্রসারণের জন্য নিজস্ব সঞ্চয়পত্রের কাছে থেকে অর্থ সংগ্রহ ব্যর্থ হয়ে ব্যাংক থেকে ঋণ গ্রহণে বাধ্য হন সরকারকেও বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ঋণ গ্রহণ করতে হয়। সরকার বিভিন্ন অভ্যন্তরীণ ও বৈদেশিক থেকে সহজেই ঋণ গ্রহণ করতে পারেন। ক) আমদানি শুল্ক কি ? খ) প্রত্যক্ষ কর বলতে কী বোঝো? গ) উদ্ভিজ্জ উৎস গুলো উল্লেখ করা হয় তা ব্যাখ্যা করো। ঘ) সরকারের ঋণ গ্রহণের উদ্দেশ্য ও সেলিম সাহেবের ঋণ গ্রহণের উদ্দেশ্য এক- মূল্যায়ন করো।

No comments:

Post a Comment

ইতিহাস (২য়-পত্র)

জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ প্রস্ততিমূলক পরীক্ষা-২০২২ ইং শ্রেণি- দ্বাদশ বিষয়ঃ ইতিহাস (২য়-পত্র) ...