Monday, July 20, 2020

পরিচিত হয়ে নিন আজকে ১০ টি ওয়েবসাইটের সাথে, যেই ১০ টি ওয়েবসাইট আপনার জীবন বদলে দিতে পারে!

আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো আমার পছন্দের তথা অনলাইনের অন্যতম জন্রপিয় ১০ টি ওয়েবসাইট, যেগুলো আপনার জীবন বদলে দিতে পারে।

০১। https://edu.gcfglobal.org/en/COMPUTERBASICS/ আপনি যদি কম্পিউটার লাইনে একবারে শিশু হয়ে থাকেন তাহলে এই ওয়েবসাইটটি আপনার জন্য বেস্ট, কেননা এই ওয়েবসাইট থেকে আপনি বিনামুল্যে কম্পিউটারের বিগেনার থেকে প্রো হতে পারবেন।

০২। https://www.lifehack.org/ যদি আপনি নিজেকে একজন স্মার্ট মানুষ হিসাবে দেখতে চান তাহলে প্রতিদিন রুটিন করে এই ওয়েবসাইটের আর্টিকেল গুলো পড়বেন, দেখবেন জীবন কত সুন্দর।

০৩। ডিপ্রেশনে ভুগতাছেন? মোটিভেশন দরকার? তাহলে এখনি চলে যান https://motivationgrid.com/ এই ওয়েবসাইটে এবং দেখুন জীবনের নতুন কোন রাস্তা খুজে পান কিনা।

০৪। দুনিয়ার যত সিক্রেট জিনিষ আছে সবই https://www.fatsecret.com/ এই ওয়েবসাইট হতে জানতে পারবেন।

০৫। নিজের ভাষার পাশাপাশি বিশ্বের অন্য সকল ভাষা শিখতে চাচ্ছেন? তাহলে https://www.duolingo.com/ এই ওয়েবসাইট অপেক্ষা করতেছে আপনার জন্য!

০৬। http://www.thehistoryblog.com/ ইতিহাস নিয়ে যদি জানতে চান বা পড়তে চান তাহলে এই ব্লগটির বিকল্প কিছু নাই।

০৭। https://www.dumblittleman.com/ এই ওয়েবসাইটটি আমার অনেক পছন্দের। আমি প্রতিদিন কমপক্ষে দুই/তিনবার এই সাইটে ডুকে দেখি। আপনি একবার ভিজিট করেই দেখুন।

০৮। টাকা পয়সার সমস্যায় আছেন কিংবা কোন ইন্সটিউটে গিয়ে কিছু শিখতে পারতাছেন না? তাহলে চলে যান https://www.edx.org/ এই ওয়েবসাইটে এবং দেখুন সব কিছু ফ্রি! ( তবে সার্টিফিকেট নিতে টাকা লাগে)

০৯। https://www.futurelearn.com/courses অনলাইনে ফ্রিতে শিখার জন্য আরেকটি পছন্দের সাইট আমার!

১০। https://www.groupon.com/coupons দুনিয়ার যত কোম্পানি যত কিছুর উপর অফার দিবে সবই এখানে পেয়ে যাবেন।

বোনাসঃ
আশা করি ওয়েবসাইট গুলো আপনার ভালো লেগেছে। ভালো লাগলে আমার প্রোফাইল থেকে নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন।

নোটঃ লিখাটি শুদুমাত্র 
সফল ফ্রিল্যান্সার - Sofol Freelancer
 গ্রুপের জন্য তাই অন্য কোথাও কপি পেস্ট না করে আমার টাইমলাইন হতে শেয়ার করুন।
অথবা এই https://www.facebook.com/photo.php?fbid=275811433487797&set=a.268772257525048&type=3&theater লিংকে ক্লিক করে শেয়ার করতে পারেন, পাব্লিক করা আছে।

No comments:

Post a Comment

ইতিহাস (২য়-পত্র)

জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ প্রস্ততিমূলক পরীক্ষা-২০২২ ইং শ্রেণি- দ্বাদশ বিষয়ঃ ইতিহাস (২য়-পত্র) ...