ফ্রিতে যে কোন কিছু শিখার জন্য সেরা ১০ টি ওয়েবসাইট! গত পর্বে জীবন বদলানোর সেরা ১০ টি ওয়েবসাইট শেয়ার করেছিলাম এবং অনেকে সাড়া দিয়েছিলেন যার ফলে আজকে আবারো ক্যারিয়ার পরিবর্তন করার ১০ টি ওয়েবসাইট শেয়ার করতেছি। যেই ওয়েবসাইট গুলো হতে চাইলে যে কোন কিছু যে কোন সময় শিখতে পারবেন।
০১। ফ্রিকোডক্যাম্পঃ ওয়েব ডেভলোপার হতে চান? কিংবা প্রো কোডার হতে চান? তাহলে https://www.freecodecamp.org/ এই ওয়েবসাইটের বিকল্প আর কিছু হতে পারবেন না। এই ওয়েবসাইট থেকে কোডিং শিখে লাখ লাখ টাকা ইনকাম করার অনেক মানুষ আমাদের এই বাংলাদেশেই আছে।
০২। ডব্লিওথ্রীস্কুলঃ প্রোগ্রামিং শিখার সবচেয়ে জনপ্রিয় অনলাইন স্কুল হলো https://www.w3schools.com যেখান থেকে HTML/CSS/PHP/JS/Python সহ প্রায় সকল ধরনের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিনামুল্যে শিখতে পারবেন।
০৩। http://www.openculture.com/freeonlinecourses এই ওয়েবসাইটে গেলেই ১৫০০+ প্রোফেশনাল ইউনিভার্সিটির ফ্রি অনলাইন কোর্স পেয়ে যাবেন! যাচাই বাচাই করে এখনি শিখা শুরু করে দিন।
০৪। ইডিএক্সঃ ফ্রিল্যান্সিং বা আইটি সেক্টর নিয়ে যে কোন কিছু বিনামূল্যে শিখতে চাইলে চলে যান https://www.edx.org/ । তারপর নিজের পছন্দমত টপিক খুজে শিখা শুরু করে দিতে পারেন।
০৫। https://www.shawacademy.com গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং শিখার জন্য আরেকটি বেস্ট লার্নিং প্ল্যাটফর্ম। সব কোর্স ফ্রি না হলে ও অনেক কোর্স ফ্রি পাওয়া যায়।
০৬। গ্রাফিক্স ডিজাইন যারা বিনামূল্যে শিখতে তারা https://learning.adobe.com/ এই ওয়েবসাইট থেকে এডোবির যে কোন সফটও্যারের কাজ শিখতে পারেন।
০৭। আমরা তো সবাই গুগলে সার্চ করে অনেক কোর্স বা রিসোর্স খুজি, কিন্তু আপনি কী জানেন গুগলের নিজস্ব লার্নিং একাডেমী আছে? যেখান থেকে অনেক কিছুই ফ্রিতে শিখতে পারবেন! যদি না জেনে থাকেন তাহলে এখনি https://learndigital.withgoogle.com/digitalgarage/courses চলে যান আর দেখুন কত কিছু তারা আপনার জন্য রেখেছে।
০৮। উডেমীঃ এই ওয়েবসাইটটি পেইড বলে আমরা সবাই জানি! তবে এখানের অনেক কোর্স ফ্রিতে পাওয়া যায়! তাই https://www.udemy.com/courses/free/ এই লিংক হতে ফ্রি কোর্স গুলো দেখতে পারেন। আর উডেমির ফ্রি কুপন পেতে https://udemycoup ons.me/ এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন।
০৯। যারা মডার্ন জাভাস্কিপট শিখতে চান তাদের জন্য https://javascript30.com/ এর চেয়ে বেস্ট ওয়েবসাইট আমার মনে হয় আর নাই! একবার ভিজিট করে দেখুন কত কিউট সাইটটি!!
১০। মজায় মজায় যারা প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন তাদের জন্য https://www.codingame.com/start এই ওয়েবসাইটি হতে পারে অরিজিনাল গোল্ড!
বোনাসঃ
https://coupons corpion.com/
আশা করি ওয়েবসাইট গুলো আপনার কাজে লাগবে! যদি কাজে লাগে তাহলে এখনি টাইমলাইনে শেয়ার করে রাখুন যাতে ফিউচারে কাজে লাগাতে পারেন।
No comments:
Post a Comment