Sunday, September 11, 2022
ইতিহাস (২য়-পত্র)
জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ
প্রস্ততিমূলক পরীক্ষা-২০২২ ইং
শ্রেণি- দ্বাদশ
বিষয়ঃ ইতিহাস (২য়-পত্র) কোড: ৩০৫
[আধুনিক বিশ্বের ইতিহাস]
সময়ঃ ১ ঘন্টা ৪০ মিনিট সৃজনশীল প্রশ্ন পূর্ণমানঃ ৪০
( যে কোন ৪টি প্রশ্নের উত্তর দাও)
১। দমােদর ইউনিয়নের করিম চেয়ারম্যান একজন স্বৈরাচারী মনােভাবাপন্ন ব্যক্তি ছিলেন। তিনি নিজেকে ইউনিয়নের সর্বেসর্বা মনে করতেন। তাঁর সকল নির্দেশনা ইউনিয়নবাসীর জন্য বাধ্যতামূলক ছিল। ইউনিয়নের শিক্ষিত অশিক্ষিত, ধনী- দরিদ্র কারোর মতামতকেই তিনি গ্রাহ্য করতেন না।
ক) কোন রাজা নিজেকে ‘বিপ্লবের সন্তান’ বলে দাবি করতেন ? ১
খ) ভার্সাই সন্ধি বলতে কী বােঝ? ২
গ) উদ্দীপকে বর্ণিত চেয়ারম্যানের সাথে তােমার পাঠ্যবইয়ের কোন শাসকের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর। ৩
ঘ) উক্ত শাসকের কর্মকাণ্ডই তাঁর দেশে বিপ্লবের সূচনা করেছিল-বিশ্লেষণ কর। ৪
২। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক বুদ্ধিজীবী সরাসরি অংশগ্রহণ না করলেও তারা তাদের লেখনীর মাধ্যমে মুক্তিযােদ্ধাদের অনুপ্রাণিত করেছিলেন। দেশের জনগণের পাশাপাশি বিশ্বজনমত গঠনেও তারা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলেন।
ক) “The Sprit of Laws” গ্রন্থের রচয়িতা কে? ১
খ) বাস্তিল দুর্গ বলতে কী বােঝ? বর্ণনা দাও। ২
গ) উদ্দীপকের লেখনীর সাথে তােমার পাঠ্যবইয়ের কাদের লেখনীর মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর। ৩
ঘ)উক্ত লেখনী তৎকালীন সমাজ ও রাষ্ট্র পরিবর্তনে কেমন ভূমিকা পালন করেছিল বলে তুমি মনে কর ? বিশ্লেষণ কর। ৪
৩। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম “বাংলাদেশ ব্যাংক”। এটি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, শৃঙ্খলারক্ষা ও বিধিবিধান জারির মাধ্যমে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ক) রুশ-জাপান যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? ১
খ) জার্মানির রাশিয়া ভীতি “ত্রিশক্তি চুক্তি”-এর অন্যতম কারণ বলা হয় কেন? ২
গ) উদ্দীপকের ব্যাংকটির ন্যায় তােমার পাঠ্যবইয়ে উল্লিখিত ব্যাংকের ভূমিকা লেখ। ৩
ঘ) উক্ত ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রপ্রধান রাষ্ট্র ও প্রজাসাধারণের কল্যাণ সাধন করেছিলেন- বিশ্লেষণ কর। ৪
৪। করিম সাহেব সন্ত্ৰীক 'ক' দেশে বেড়াতে গেলে তাকে হত্যা করা হয়।এ হত্যাকে কেন্দ্র করে অনেক দেশ মারাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে; যা পরবর্তীতে ভয়াবহ রূপ ধারণ করে।
ক) কোন দেশে সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হয়? ১
খ) মহাদেশীয় ব্যবস্থা কী? ২
গ)উদ্দীপকে বর্ণিত যুদ্ধের সাথে তােমার পাঠ্যবইয়ের কোন যুদ্ধের মিল রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ) উক্ত যুদ্ধের ভয়াবহতা বিশ্বকে কোন পরিণতির দিকে নিয়ে গিয়েছিল? বিশ্লেষণ কর। ৪
৫। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকহানাদার বাহিনী আধুনিক অস্ত্রশন্ত্র নিয়ে নিরীহ বাঙালিদের ওপর ঝাপিয়ে পড়ে। বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে কৌশলগতভাবে পাকিস্তানিদের আক্রমণ প্রতিহত করে। কৌশলগত কারণেই এ যুদ্ধে বাঙালিরা জয় লাভ করে।
ক) উড্রো উইলসন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? ১
খ) “কোড অব নেপােলিয়ন” কী? ২
গ) উদ্দীপকের পাকিস্তান রাষ্ট্রের পরাজয় তােমার পাঠ্যবইয়ের কোন দেশের পরাজয়ের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর। ৩
ঘ) কৌশলগত কারণেই উক্ত দেশের পরাজয় হয়েছিল- তােমার মতামত দাও। ৪
৬। বিংশ শতকের প্রথমদিকে একটি গুরুত্বপূর্ণ সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়; যা পরাজিত জোটকে অপমানিত করে। এই পক্ষপাতদুষ্ট সন্ধির খেসারত বিশ্বের মানুষকে পুনরায় দিতে হয়েছিল।
ক) প্যারিস সম্মেলনে কয়টি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়? ১
খ) Tith e কী ধরনের কর? ২
গ)উদ্দীপকে উল্লিখিত সন্ধির সাথে তােমার পাঠ্যবইয়ের কোন সন্ধির মিল রয়েছে?ব্যাখ্যা কর। ৩
ঘ) তুমি কি মনে কর উক্ত সন্ধির ব্যর্থতাই পরবর্তী সময়ে বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল? তােমার মতামত দাও। ৪
৭। বিশ্বের শক্তিশালী দেশগুলাে নিজেদের প্রাধান্য বিস্তারে বদ্ধপরিকর। নিজ স্বার্থের বিপরীতে থাকা দেশগুলাের বিরুদ্ধে তারা 'ক' ও 'খ' নামে দুটি শক্তি জোট গঠন করে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করে। এ জোটসমূহ বিশ্ব রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ফলে 'ক' জোটের দেশসমূহের সাথে 'খ' জোটের দেশসমূহের মতদ্বৈততা দেখা দেয়। 'ক' জোট বরাবরই ‘খ’ জোটের অন্যতম প্রতিদ্বন্দ্বী। এ দুটি জোটের দ্বন্দ্ব বিশ্বের বিভিন্ন দেশসমূহের মধ্যে ক্ষমতাগত পরিবর্তন সৃষ্টি করেছিল।
ক) বিসমার্ক কে ছিলেন ? ১
খ) ফুয়েরাব বলতে কী বােঝ ? ২
গ) উদ্দীপকে বর্ণিত পরস্পর বিরােধী জোট গঠনের সাথে তােমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ) উক্ত ঘটনা বিশ্বরাজনীতিতে বিশেষ ধরনের পরিবর্তন এনেছিল- বিশ্লেষণ কর। ৪
৮। রাফসান একজন চিত্রশিল্পী হতে চেয়েছিলেন। কিন্তু ছবি অঙ্কনের স্কুলে ভর্তি হতে ব্যর্থ হয়ে সে 'ক' রাষ্ট্রের সেনাবাহিনীতে যােগ দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে রাফসান একটি দল গঠন করে 'ক' দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট নির্বাচিত হন।
ক) নেপােলিয়নকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়? ১
খ) 'VETO' ক্ষমতা কী? ২
গ) উদ্দীপকে বর্ণিত রাফসানের সাথে তােমার পাঠ্যবইয়ের যে ব্যক্তির কর্মের মিল রয়েছে তা ব্যাখ্যা কর। ৩
ঘ) উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির কার্যক্রম বিশ্বে যে প্রভাব ফেলেছিল তােমার পাঠ্যবইয়ের আলােকে বিশ্লেষণ কর। ৪
৯। একটি অঞ্চলে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে তিনটি দেশ একত্রিত হয়ে জোট গঠন করে। এতে ভীত হয়ে অন্য কয়েকটি দেশ অনুরূপ চুক্তি স্বাক্ষর করে বিপক্ষ জোট গঠন করে। ফলশ্রুতিতে উক্ত অঞ্চলে শান্তি বিঘ্নিত হওয়ার পথ তৈরি হয়। একপর্যায়ে একটি ভয়াবহ যুক্ত সংঘটিত হয়। ইতােপূর্বে সংঘটিত কোনাে যুদ্ধে ব্যক্তি এত ব্যাপক ছিল না।
ক) ত্রি-সম্রাট লীগের সদস্য দেশগুলাের নাম কী? ১
খ) প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ কী? ২
গ) উদ্দীপকে বর্ণিত চুক্তিসমূহের সাথে তােমার পাঠ্যবইয়ের যে চুক্তিসমূহের মিল রয়েছে তা ব্যাখ্যা কর। ৩
ঘ) তুমি কি মনে কর, উক্ত যুদ্ধের ভয়াবহতা মানবতার মহাবিপর্যয়? তােমার মতের সপক্ষে যুক্তি দাও। ৪
১০। মনিপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে ক্ষমতা দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও রক্তপাত দাউদ মল্লিককে ব্যথিত করে। রক্তপাত, হানাহানি থেকে গ্রামগুলােকে রক্ষা করার জন্য তিনি একটি শান্তিসংঘ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ফলে গ্রামগুলাে দ্বন্দ্ব-সংঘাতের ভয়াবহতা থেকে রক্ষা পায় এবং গ্রামগুলােতে শান্তি প্রতিষ্ঠিত হয়।
ক) কার নেতৃত্বে জার্মানির একত্রীকরণ সম্পন্ন হয়েছিল? ১
খ) স্নায়ুযুদ্ধ কী? ২
গ) উদ্দীপকে উল্লিখিত মনিপুর ইউনিয়নের সংঘাত'-তােমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর। ৩
ঘ) উক্ত সংঘ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কী ভুমিকা পালন করেছিল? পাঠ্যবইয়ের আলােকে বিশ্লেষণ কর। ৪
১১। বাংলাদেশ-মায়ানমারের মধ্যে সমুদ্রসীমা বহুদিন ধরে বিদ্যমান। কিন্তু সম্প্রতি একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিষয়টিকে সমাধান করে একটি স্থায়ী দিক নির্দেশনা প্রদান করে; যা উভয় দেশের মধ্যে শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ক) জাতিসংঘের প্রথম মহাসচিব কে? ১
খ) আটলান্টিক চার্টার বলতে কী বােঝায়? ২
গ) উদ্দীপকে তােমার পাঠ্যবইয়ের কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর। ৩
ঘ) উক্ত প্রতিষ্ঠান কী দায়িত্ব পালনে যথাযথ ভুমিকা পালন করেছিল? পাঠ্যবইয়ের আলােকে তােমার মতামত দাও।
ভূগোল ও পরিবেশ
বেলকুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ
অর্ধ বার্ষিক পরীক্ষা- 2022 ইং
বিষয়ঃ ভূগোল ও পরিবেশ কোড: ১১০
শ্রেণীঃ নবম
পূর্ণমানঃ৭০ সময়ঃ ২.৩০ মিনিট
যেকোনো সাতটি প্রশ্নের উত্তর দাও
১। ভূ-প্রাকৃতিক বিজিবি ইতিহাস
ক) বহুমুখী খামার কাকে বলে?
খ) কৃষিজোত বলতে কী বোঝো?
গ) কৃষি পণ্য বিপণনের কৃষক রফিক উদ্দিন এর সমস্যাগুলো আলোচনা করো।
ঘ) কৃষি পণ্য বিপণন এর সমস্যা সমাধানে সরকারকে গৃহীত পদক্ষেপ ছাড়া আর কি কার্যকারী পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে তুমি মনে ? ব্যাখা করো।
২। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। সনাতন পদ্ধতিতে চাষাবাদ হলেও বর্তমানে কৃষিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। কৃষি উৎপাদনে বৈচিত্র এসেছে। যার জন্য পূর্বের তুলনায় কৃষকদের বেশি পরিমাণে মূলধন প্রয়োজন হচ্ছে। কিন্তু নানা কারণে কৃষক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত কৃষিঋণ সংগ্রহ করতে পারে না। অতিসম্প্রতি সরকার কৃষি ঋণ ও উপকরণ বিতরণ অতি সহজ মূ্ল্য করছে। যার ইতিবাচক প্রভাব কৃষি উৎপাদনে পরিলক্ষিত হচ্ছে।
ক) কৃষিজোত কাকে বলে?
খ) মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য তত্ত্বের কারণেই কৃষকগণ ফসলের ন্যায্যমূল্য পায় না-ব্যাখ্যা করো।
গ) প্রাতিষ্ঠানিক উৎস থেকে ডিম সংগ্রহ কিশোরকে সমস্যাসহ উৎপাদকের আলোকে বর্ণনা করো।
ঘ) কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কৃষি ঋণ ও কৃষি উপকরণ বিতরণ যথেষ্ট কি? তোমার মতামত দাও।
৩। জব্বার ও সালাম দুই বন্ধু। দুজনেই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। জব্বার তারেক একর জমিতে উৎপাদিত ফসলের পুরোটাই নিজের পরিবারের ভরণ পোষণের জন্য ব্যয় করে। কিন্তু সালামের জমির পরিমাণ বেশি। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে এবং উৎপাদিত ফসল বাজারে বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে।
ক) কৃষি পণ্য বিপণন কি?
খ) কৃষি খামার ও কৃষি জোত কি এক ? ব্যাখ্যা করো।
গ) উদ্দীপক অনুযায়ী করে এই ধরনের সুবিধা গুলো আলোচনা করো।
ঘ) উদ্দীপকের আলোকে জব্বার ও সালামের খামারের মধ্যে মধ্যে তুলনা করো।
৪। বিংশ শতাব্দীর গোড়ার দিকে পাট ও পাটজাত পণ্যের জন্য বাংলাদেশ বিখ্যাত ছিল। কিন্তু একে শতাব্দীর শেষার্ধে পলিথিন নাইলন ও প্লাস্টিক সামগ্রীর উৎপাদন ও ব্যবহার বেড়ে যায় এবং পাটের ব্যবসা দেখা দেয়। 1 জানুয়ারি 2002 থেকে ঢাকা শহরে এবং মার্চ 2002 থেকে সারাদেশে সরকার পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে পাটের তৈরি ব্যাপক ব্যবহারের উদ্যোগ নেয়। অন্যদিকে সম্প্রতি বাংলাদেশের বিজ্ঞানীরা পাটের জীবন রহস্য উন্নোচন করার শিল্পের বিকাশের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে।
ক) আমদানি বিকল্প শিল্প কি?
খ) কর্মসংস্থান সৃষ্টিতে কুটির শিল্পের অগ্রণী ভূমিকা রয়েছে। ব্যাখ্যা করো?
গ) উদ্দীপকের আলোকে পাটের ব্যবসা মন্দা দেখা দেওয়ার কারণগুলো ব্যাখ্যা করো।
ঘ) পাট শিল্পের সম্ভাবনার দ্বার নতুনভাবে উন্মোচিত হয়েছে। উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
৫। দক্ষিণ এশিয়ার কৃষি প্রধানিএকটি দেশ। দেশটিতে বাণিজ্য ঘাটতি লেগেই আছে। উচ্চশিক্ষিত উদ্যোক্তা সে দেশের সরকারকে দেশে উৎপাদিত কাঁচামালের সাহায্য শিল্পজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি পণ্যের পরামর্শ দিল এবং এমন কিছু পণ্য উৎপাদন করতে অনুরোধ করলো যেগুলো বর্তমানে আমদানি করতে হয় এর ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও দেশীয় শিল্পের প্রসার ঘটবে।
ক) শিল্প কাকে বলে?
খ) বাংলাদেশের প্রধান প্রধান বৃহৎ শিল্প গুলোর নাম লেখ?
গ) উদ্দীপকে উল্লেখিত শিল্প কিভাবে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি মেটাতে পারে? ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের আলোকে বাংলাদেশে আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব আলোচনা করো ।
৬। বাংলাদেশের জলবায়ু খাদ্য ও সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট ইত্যাদি অনেক কারণের জনসংখ্যা সম্পদের তুলনায় বেশি জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সময়ে সরকার শিক্ষার প্রসার নারীশিক্ষার প্রসার ক্ষমতায়ন ও বহুবিবাহ নিষিদ্ধকরণ জাতীয় কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছে তথাপি বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক দেশের তুলনায় বেশি যেমন 2012 সালের হিসাব অনুযায়ী দেশের স্থল জন্মহার ছিল 20.5 মৃত্যুর হার ছিল 6 বহিরাগমন ২ বহির্গমন হার ৪ছিল
ক) অভিবাসন কি?
খ) মানবসম্পদ উন্নয়ন কিভাবে আত্মকর্মী সৃষ্টিতে সহায়ক?
গ) উদ্দীপকের আলোকে জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় করো
ঘ) জনসংখ্যা বৃদ্ধির হার রোধকল্পে সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ যথেষ্ট কিনা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
৭।
ক) স্থল জন্মহার কি?
খ) কর্মসংস্থানের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কেমন?
গ) উদ্দীপক থেকে নিম্ন জনসংখ্যা ও অতি জনসংখ্যা উল্লেখ করো।
ঘ) প্রদত্ত উদ্দীপকে কাম্য জনসংখ্যা কত কেন ? ব্যাখ্যা করো
৮ ।
ক) সূচক সংখ্যা কী ?
খ) রপ্তানি বৃদ্ধি কীভাবে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে? ব্যাখ্যা করো।
গ) চিত্র অনুযায়ী মুদ্রাস্ফাতির পরিমাণ নির্ণয় করো।
ঘ) চিত্রে উল্লিখিত মুদ্রাস্ফীতির কারণ বিশ্লেষণ করো।
৯। উন্নয়নশীল দেশগুলোর দ্রুত অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ঘাটতি ব্যয় ও অতিরিক্ত অর্থের যোগান সহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করে ফলে দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এমত অবস্থায় বাজারে প্রদত্ত খাদ্য সামগ্রী দোকান থাকা সত্বেও নিম্নবিত্ত মানুষের সংসার চালাতে কষ্ট হয় এই জন্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হয়।
ক) মুদ্রাস্ফীতি কি?
খ) সীমিত আয়ের মানুষের উপর মুদ্রাস্ফীতির কিরূপ প্রভাব পড়ে ?
গ) উদ্দীপকের আলোকে মুদ্রাস্ফীতির কারণগুলো ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকে উল্লেখিত সমস্যা নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ গুলো বর্ণনা করো।
১০। মিস্টার আলতাফ একজন ইংল্যান্ড ব্যবসায়ী বাঙালি। তিনি দীর্ঘদিন যাবত লন্ডনে বসবাস করেছেন নিজের দেশে সমৃদ্ধ সবসময় খোঁজ খবর নেন। একদিন তিনি পত্রিকায় দেখে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করছে। তার রপ্তানির পরিমাণ এবং আমদানি ও বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য হচ্ছেন সরকার ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের সুবিধা দিচ্ছে খুব খুশি হন।
ক) বিশ্বায়ন কি?
খ) আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হওয়ার দুটি কারণ লেখ?
গ) উদ্দীপকের আলোকে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
ঘ) বাণিজ্য ঘাটতি দূর করনে কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে তুমি মনে করো উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
১১। সেলিম সাহেব একটি উন্নয়নশীল দেশের আদিবাসী। তিনি তার ব্যবসা সম্প্রসারণের জন্য নিজস্ব সঞ্চয়পত্রের কাছে থেকে অর্থ সংগ্রহ ব্যর্থ হয়ে ব্যাংক থেকে ঋণ গ্রহণে বাধ্য হন সরকারকেও বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ঋণ গ্রহণ করতে হয়। সরকার বিভিন্ন অভ্যন্তরীণ ও বৈদেশিক থেকে সহজেই ঋণ গ্রহণ করতে পারেন।
ক) আমদানি শুল্ক কি ?
খ) প্রত্যক্ষ কর বলতে কী বোঝো?
গ) উদ্ভিজ্জ উৎস গুলো উল্লেখ করা হয় তা ব্যাখ্যা করো।
ঘ) সরকারের ঋণ গ্রহণের উদ্দেশ্য ও সেলিম সাহেবের ঋণ গ্রহণের উদ্দেশ্য এক- মূল্যায়ন করো।
ইসলাম শিক্ষা(সৃজনশীল)
ফয়েজ উদ্দীন মেমোরিয়ারল ডিগ্রী কলেজ নওগাঁ।
নির্বাচনী পরিক্ষা-২০২২
বিষয়ঃ ইসলাম শিক্ষা(সৃজনশীল)
দ্বিতীয় পত্র
পূর্ণমানঃ ৩০ সময়ঃ ১ ঘন্টা ১০ মিনিট
( যে কোন ৩টি প্রশ্নের উত্তর দাও । প্রতিটি প্রশ্নের মান ১০ )
১। জসিম শান্ত প্রকৃতির ছেলে। একদা কতিপয় দুষ্টু ছেলে তাকে বেত দ্বারা মারপিট করে আহত করে। এ ঘটনা দেখে জনাব কসিম দুষ্ট ছেলেদের অত্যাচার থেকে তাকে রক্ষা করে উভয়ের মাঝে সমঝােতার চেষ্টা করেন। অপরপক্ষে জসিমের বন্ধু আবিরের চরিত্রে তাস খেলা, জুয়া খেলা, নারীদের উত্যক্ত করাসহ অশ্লীলতায় ভরপুর। এ জন্য অনেকেই তাকে এড়িয়ে চলে। মুফতি এনামুল হক বলেন, “ইসলামে অশ্লীলতার কোনাে সুযােগ নেই। এ জন্য তাকে শাস্তি পেতে হবে।”
(ক) 'হাদিস' কী? ১
(খ) “যালিম ও মাযলুম” বলতে কী বুঝ? ২
(গ) জনাব কসিমের কর্মকাণ্ডে কোন হাদিসের শিক্ষার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর। ৩
(ঘ) উদ্দীপকে আবিরের চরিত্রটি হাদিসের বিবেচনায় চিহ্নিতপূর্বক মুফতি এনামুলের উক্তিটি মূল্যায়ন কর। ৪
২। জনাব আলিম দৈনিক ফজর নামাজের পর অর্থসহ কুরআন অধ্যয়ন করেন। তার পিতা তাকে বলেন, আমাদের দৈনন্দিন জীবনে কুরআনের পাশাপাশি এর সম্পূরক শিক্ষা হিসেবে বিবেচিত দ্বিতীয় উৎসও রীতিমত অধ্যয়ন করতে হবে। তবেই ইহকালে ও পরকালে কল্যাণ ও মুক্তি পাওয়া যাবে। অপরদিকে জনাব হালিম কোরআন-হাদিস গবেষণা করে তার বিধি-বিধান সংক্রান্ত পাণ্ডুলিপি রচনা করে এক্ষেত্রে প্রসিদ্ধি লাভ করে এবং এর আলােকে নিজ জীবন পরিচালনা করে। অধ্যাপক সালাম বলেন, “তার গবেষণা কর্মটি অত্যন্ত প্রশংসণীয়। আল্লাহ তাকে সুক্ষ্ম জ্ঞানদান করেছেন। তাই সে আল্লাহর কল্যাণ লাভ করবে।”
(ক) মাযহাব কী? ১
(খ) সিহাহ সিত্তাহ' বলতে কী বুঝায়? ২
(গ) উদ্দীপকে জনাব আলিমের পিতার উপদেশে কোন বিষয়টির প্রতি ইঙ্গিত দেয়া হয়েছে? ব্যাখ্যা কর। ৩
(ঘ) উদ্দীপকে জনাব হালিমের কর্মটি চিহ্নিত করে অধ্যাপক সালামের মন্তব্যটি মূল্যায়ন কর। ৪
৩। জনাব জাফর দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে। একদা বন্ধুর সাথে ইসলামি
জালসায় গিয়ে বক্তার বক্তৃতা শুনে তার অনুশােচনা আসে। ফলে সে শ্বেত ও পশমী বস্ত্র পরিধান করে প্রভুর সান্নিধ্যলাভের আশায় ইবাদত বন্দেগীতে লিপ্ত হয় এবং পরিশুদ্ধি লাভ করেন। অপরদিকে জালালপুর গ্রামের অধিকাংশ মুসলমান একদিকে নামায পড়ে অন্যদিকে যে কোনাে বিপদে পড়লে নিকটস্থ ওলির মাজারে মান্নত করে। বিষয়টি লক্ষ্য করে স্থানীয় আলেম মাওলানা শিবলী গ্রামবাসীকে বিপদে কেবল আল্লাহর কাছেই সাহায্য চাওয়ার নসিহত করেন।
(ক) শানে-নুযুল' কী? ১
(খ) তাহলুল ইজমা' বলতে কী বুঝায়? ২
(গ) জনাব জাফরের কর্মকাণ্ডে কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। ৩
(ঘ) যে সুফির আন্দোলনের সাথে মাওলানা শিবলীর কর্মটি সাদৃশ্যপূর্ণ তা চিহ্নিতপূর্বক তার নসিহতের যথার্থতা মূল্যায়ন কর । ৪
৫। বাংলাদেশে রােহিঙ্গা প্রবেশের পর তাদের আশ্রয়কেন্দ্রে একটি ঘটনা ঘটে। ঘটনাটিকে
কেন্দ্র করে তাদের নিজেদের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ সমস্যার সমাধানে তারা একজন ইসলামিচিন্তাবিদ মাওলানা হালিমের শরণাপন্ন হলে তিনি একটি রায় প্রদান করেন; কিন্তু তাতেও দ্বন্দ্ব নিরসন না হয়ে বরং বিষয়টি জটিল আকার ধারণ করায় দেশবরেণ্য আলেমগণ মিলে স্বার্থক সিদ্ধান্ত দিলে দ্বন্দ্ব নিরসন হয়। .
(ক) (আল-বাকারা) শব্দের অর্থ কী? ১
(খ) মাক্কী সূরা বলতে কী বুঝায়? ২
(গ) উদ্দীপকে ইসলামিচিন্তাবিদ মাওলানা হালিমের রায় প্রদান ইসলামি আইনের কোন উৎসের ইঙ্গিতবাহী? ব্যাখ্যা কর। ৩
(ঘ) আলেমগণের সিদ্ধান্ত প্রদান আল কুরআন ও হাদিসের আলােকে বিশ্লেষণ কর। ৪
৫। ক' রাষ্ট্রের জনগণ সালিক রীতি-নীতি সঠিকভাবে মেনে চলে। এজন্য সময়ের পরিবর্তনেও রাষ্ট্রটির মূল দলিল রচিত হয় রীতি-নীতির ভিত্তিতে ও অলিখিতভাৰে। অন্যদিকে 'খ' রাষ্ট্রের মূল দলিল রাষ্ট্রের প্রাসঙ্গিক বিষয়গুলাে অন্তর্ভুর করে সহজ-সরল ভাষায় রচিত হয়।
ক, কত সালে ইংল্যান্ডের রাজা ম্যাগনাকার্টা' অধিকার সনদ প্রদান করেন?
খ., বাংলাদেশকে প্রজাতন্ত্রিক রাষ্ট্র বলা হয় কেন?
গ, সংবিধান প্রণয়নের কোন পদ্ধতিতে ক রাষ্ট্রের সংবিধান রচিত হয়? ব্যাখ্যা কর
ঘ., খ রাষ্ট্রের সংবিধানকে কি পুরােপুরি উত্তম সংবিধান বলা যায়? উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন কর।
৬। এ ক ব্যক্তি একটি দেশের সরকার প্রধান। তাকে কেন্দ্র করেই শাসনকার্য পরিচালিত হয়। তিনি তার দলের নেতা। তার সরকারের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত 'খ' ব্যক্তি তার পরামর্শ অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিদের নিয়োগদান করেন। কিন্তু 'খ' ব্যতি সর্বোচ্চ আদালতে শাস্তিপ্রাপ্ত ব্যক্তির দণ্ড মওকুফ করতে পারলেও ক' ব্যক্তি তা পারেন না।
ক) বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কী ? ১
খ) রাষ্ট্রের হৃৎপিন্ড বলা হয় কাকে ? ব্যাখ্যা কর ? ২
গ) অনুচ্ছেদের খ ব্যক্তির কাজের ব্যাখা কর। ৩
ঘ) ক ব্যক্তি রাষ্ট্রে শাসন ব্যবস্থার মধ্যমণি- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর । ৪
৭. একটি জাতীয় নির্বাচনে তম্ময় প্রথমবারের মত সুষ্ঠ ও সুন্দরভাবে ভােটাধিকার প্রয়োগ করল। বাড়িতে ফিরে তন্ময় তার বাবাকে বলল, কারা এ নির্বাচনের ব্যবস্থা করে? বাবা উত্তরে বলেন, সাংবিধানিক ভাবে গঠিত একটি প্রতিষ্ঠান সুষ্টু ও নিরোপেক্ষ নির্বাচন অনুষ্ঠনে ভূমিকা পালন করে।
ক, বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কয়টি?
খ, জনমত গঠন রাজনৈতিক দলের ভূমিকা কী? ব্যাখ্যা কর।
প, তন্মময়ের ভোট দেওয়ার মাধ্যমে কোন ধরনের নির্বাচনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ঘ. সুষ্ঠু নির্বাচনে তন্ময়ের বাবার বর্ণনাকৃত প্রতিষ্ঠানের ভূমিকার মূল্যায়ন কর।
৮। জনাৰ শহিদুল একটি প্রতিষ্ঠানের একজন নির্বাচিত জনপ্রতিনিধি। বাংলাদেশের কয়েকটি গুরুপূর্ণ শহরে উক্ত প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। উক্ত প্রতিষ্ঠানের প্রধান একজন প্রতিমন্ত্রীর মর্যাদা ভােগ করেন।
ক, জেলা পরিষদের প্রধানকে কী বলা হয়?
খ, নাগরিকতার বিকাশ স্থানীয় সরকারের গুরুত্ব কী? ব্যাখ্যা কর।
গ., জানাৰ শহিদুল কোন প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধি? ব্যাখ্যা কর।
ঘ. উদীপকে প্রতিষ্ঠানটির আওতাধীন অঞ্চলের উন্নয়নে প্রতিষ্ঠানটি গুরুত্ব মূল্যায়ন কর।
৯, দরিদ্র পরিবারের মেয়ে নিলার নিপুর সাথে বিয়ে হয়। বিয়ের পরে সংসারের অভাবের কারণে প্রায়ই অশান্তি দেখা দিতে লাগল । নীলা এই অশান্তি ও অভাব দূর করার জন্য তার স্বামীকে জানায় সে গার্মেন্টসে চাকরি করে কিছু টাকা উপার্জন করলে তাদের অভাব থাকবে না । এতে তার স্বামী নিপু অসম্মতি জানায় এবং জাের করে তাকে চাকরি নেওয়া থের্কে বিরত রাখে।
ক, একটি দেশের ভারসাম্য রক্ষার জন্য শতকরা কতভাগ বনভূমি থাকা প্রয়োজন?
খ, শিক্ষা ব্যাংক কী ? ব্যাখ্যা কর।
গ, নিন্দার ক্ষেত্রে কোন ধরনের স্বাধীনতার অভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত সমস্যা সমাধানে আইনের কঠোর প্রয়ােগ যথেষ্ঠ নয়- মূল্যায়ন কর।
১০ । একটি রাষ্ট্রের 'ক' ও 'খ' দুটি অঞ্চল। শাসন ক্ষমতায় 'ক' অঞ্চলটি 'খ' অঞ্চলের উপর প্রাধান্য বিস্তার করে বলে দুই অঞলের মধ্যে বিরোথের সৃষ্টি হয়। দুটি অঞ্চল যাতে সর্বক্ষেত্রে সমান সুবিধা পায় । সেলন ' সনের নেতা বেশ কিছু | দফাভিত্তিক দাবি সম্বলিত একটা প্রত্ত উত্থাপন করে।শাসকবর্গ উক্ত প্রস্তাব প্রত্যাখ্যান করায় 'খ' অঞ্চলটি আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে সচেষ্ট হয়। আন্দোলনের চুড়ান্ত পরিণতিতে 'খ' অঞ্চলটি আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়।
ক, লাহাের প্রস্তাব উত্থাপিত হয় কত সালে?
খ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কী? ব্যাখ্যা কর।
গ. উদীপকের 'ক' অঞ্চল কর্তৃক ‘খ’ অঞ্চল যেভাবে বৈষম্যের শিকার হয়েছিল তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীকে উল্লেখিত দাবি ছিল ‘খ’ অঞ্চলের মানুষের মুক্তির সনদ বিশ্লেষণ কর।
পৌরনীতি ও নাগরিকতা
বেলকুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ
প্রস্তুতিমূলক - ২০২২ ইং
বিষয়ঃ পৌরনীতি ও নাগরিকতা
এস এস সি পরিক্ষার্থী
পূর্ণমানঃ ৪০ সময়ঃ ১ ঘন্টা ৪৫ মিনিট
( যে কোন ৪টি প্রশ্নের উত্তর দাও । প্রতিটি প্রশ্নের মান ১০ )
১। ,জfনাব সালেক একজন উচ্চশিক্ষিত ব্যবসায়ী। তার ছেলেমেয়েদেরকেও তিনি । উচ্চশিক্ষিত করে তুলেছেন। দেশের স্বার্থবিরােধী কোনাে পণ্য তিনি আমদানি-রপ্তানি করেন না। তিনি পরিবারের ভোটার সদস্যদের নিয়ে যােগ্য ব্যক্তিকে ভােট প্রদান করেন। দেশের যে কোনাে দুর্যোগে তিনি আর্থিক সহযােগিতা দিয়ে থাকেন।
ক, বাংলাদেশে কত সালে তথ্য অধিকার আইনটি গৃহীত হয়?
'খ, দ্বৈত নাগরিকত কী? ব্যাখ্যা কর।
গ; জনাব সালেক নাগরিকের কোন কর্তব্যটি পালন করেন? বর্ণনা কর।
ঘ,জনাব সালেক কি সুনাগরিক বলা যায়? উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন কর।
২।
ক, পৌরনীতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়?
খ, শাশ্বত বিদ্যালয় বলা হয় কাকে? ব্যাখ্যা কর।
গ, '?' চিহ্নিত স্থানে কী বসবে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে নির্দেশিত বিষয়গুলির মধ্যে কোনটি সবচেয়ে গ্রহণযােগ্য? যুক্তিসহ।| বিশ্লেষণ কর।
৩। জনাব রিয়াজ দশ বৎসর যাবত সুপ্রিম কোর্টের বিচারপতি। দেশের প্রচলিত আইনের মাধ্যমেই তিনি বিচার কার্য পরিচালনা করেন। মাঝে মধ্যে তিনি মামলার সাথে প্রচলিত আইনের সুস্পষ্টতা না পেলে তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলােকে বিচার কাজ সম্পাদন করেন। তার ছােট ভাই জনাৰ মিরাজ সরাসরি আইন তৈরির ক্ষেত্রে ভােট প্রদান করেন। তার প্রতিষ্ঠান জানাব রিয়াজের রায়কে প্রচলিত আইনে রূপান্তরিত করতে পারে।'
ক, সাধারণ আইনকে কয় ভাগ করা যায়?
খ, আন্তর্জাতিক আইন কী ব্যাখ্যা কর।
গ.জনাব রিয়াজ এর রায় প্রদান আইনের কোন উৎসকে প্রকাশ করে? ব্যাখ্যা কর।
ঘ., জনাব মিরাজের প্রতিষ্ঠান আইনের প্রধান উৎস"- বিশ্লেষণ কর।
৪. ‘ক’ রাষ্ট্রের নাগরিক। তার রাষ্ট্রেশাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। শাসন বিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইন বিভাগের উপর নির্ভরশীল। সেখানে প্রধানমন্ত্রীর গুরত্ব সবচেয়ে বেশি কিন্তু উত্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শুধুমাত্র নিয়মতান্ত্রিক প্রধান। উক্ত সরকারের আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী।
ক, ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র কয় ধরনের?
খ, যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বােঝ?
গ., ক' রাষ্ট্র কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা কর।
ঘ. শাসন বিভাগের স্বায়িত্ব ও কার্যকারিতা আইন বিভাগের উপর নির্ভরশীল উক্তিটির যথার্থতা মূল কার?
৫। ক' রাষ্ট্রের জনগণ সালিক রীতি-নীতি সঠিকভাবে মেনে চলে। এজন্য সময়ের পরিবর্তনেও রাষ্ট্রটির মূল দলিল রচিত হয় রীতি-নীতির ভিত্তিতে ও অলিখিতভাৰে। অন্যদিকে 'খ' রাষ্ট্রের মূল দলিল রাষ্ট্রের প্রাসঙ্গিক বিষয়গুলাে অন্তর্ভুর করে সহজ-সরল ভাষায় রচিত হয়।
ক, কত সালে ইংল্যান্ডের রাজা ম্যাগনাকার্টা' অধিকার সনদ প্রদান করেন?
খ., বাংলাদেশকে প্রজাতন্ত্রিক রাষ্ট্র বলা হয় কেন?
গ, সংবিধান প্রণয়নের কোন পদ্ধতিতে ক রাষ্ট্রের সংবিধান রচিত হয়? ব্যাখ্যা কর
ঘ., খ রাষ্ট্রের সংবিধানকে কি পুরােপুরি উত্তম সংবিধান বলা যায়? উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন কর।
৬। এ ক ব্যক্তি একটি দেশের সরকার প্রধান। তাকে কেন্দ্র করেই শাসনকার্য পরিচালিত হয়। তিনি তার দলের নেতা। তার সরকারের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত 'খ' ব্যক্তি তার পরামর্শ অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিদের নিয়োগদান করেন। কিন্তু 'খ' ব্যতি সর্বোচ্চ আদালতে শাস্তিপ্রাপ্ত ব্যক্তির দণ্ড মওকুফ করতে পারলেও ক' ব্যক্তি তা পারেন না।
ক) বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কী ? ১
খ) রাষ্ট্রের হৃৎপিন্ড বলা হয় কাকে ? ব্যাখ্যা কর ? ২
গ) অনুচ্ছেদের খ ব্যক্তির কাজের ব্যাখা কর। ৩
ঘ) ক ব্যক্তি রাষ্ট্রে শাসন ব্যবস্থার মধ্যমণি- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর । ৪
৭. একটি জাতীয় নির্বাচনে তম্ময় প্রথমবারের মত সুষ্ঠ ও সুন্দরভাবে ভােটাধিকার প্রয়োগ করল। বাড়িতে ফিরে তন্ময় তার বাবাকে বলল, কারা এ নির্বাচনের ব্যবস্থা করে? বাবা উত্তরে বলেন, সাংবিধানিক ভাবে গঠিত একটি প্রতিষ্ঠান সুষ্টু ও নিরোপেক্ষ নির্বাচন অনুষ্ঠনে ভূমিকা পালন করে।
ক, বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কয়টি?
খ, জনমত গঠন রাজনৈতিক দলের ভূমিকা কী? ব্যাখ্যা কর।
প, তন্মময়ের ভোট দেওয়ার মাধ্যমে কোন ধরনের নির্বাচনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ঘ. সুষ্ঠু নির্বাচনে তন্ময়ের বাবার বর্ণনাকৃত প্রতিষ্ঠানের ভূমিকার মূল্যায়ন কর।
৮। জনাৰ শহিদুল একটি প্রতিষ্ঠানের একজন নির্বাচিত জনপ্রতিনিধি। বাংলাদেশের কয়েকটি গুরুপূর্ণ শহরে উক্ত প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। উক্ত প্রতিষ্ঠানের প্রধান একজন প্রতিমন্ত্রীর মর্যাদা ভােগ করেন।
ক, জেলা পরিষদের প্রধানকে কী বলা হয়?
খ, নাগরিকতার বিকাশ স্থানীয় সরকারের গুরুত্ব কী? ব্যাখ্যা কর।
গ., জানাৰ শহিদুল কোন প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধি? ব্যাখ্যা কর।
ঘ. উদীপকে প্রতিষ্ঠানটির আওতাধীন অঞ্চলের উন্নয়নে প্রতিষ্ঠানটি গুরুত্ব মূল্যায়ন কর।
৯, দরিদ্র পরিবারের মেয়ে নিলার নিপুর সাথে বিয়ে হয়। বিয়ের পরে সংসারের অভাবের কারণে প্রায়ই অশান্তি দেখা দিতে লাগল । নীলা এই অশান্তি ও অভাব দূর করার জন্য তার স্বামীকে জানায় সে গার্মেন্টসে চাকরি করে কিছু টাকা উপার্জন করলে তাদের অভাব থাকবে না । এতে তার স্বামী নিপু অসম্মতি জানায় এবং জাের করে তাকে চাকরি নেওয়া থের্কে বিরত রাখে।
ক, একটি দেশের ভারসাম্য রক্ষার জন্য শতকরা কতভাগ বনভূমি থাকা প্রয়োজন?
খ, শিক্ষা ব্যাংক কী ? ব্যাখ্যা কর।
গ, নিন্দার ক্ষেত্রে কোন ধরনের স্বাধীনতার অভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত সমস্যা সমাধানে আইনের কঠোর প্রয়ােগ যথেষ্ঠ নয়- মূল্যায়ন কর।
১০ । একটি রাষ্ট্রের 'ক' ও 'খ' দুটি অঞ্চল। শাসন ক্ষমতায় 'ক' অঞ্চলটি 'খ' অঞ্চলের উপর প্রাধান্য বিস্তার করে বলে দুই অঞলের মধ্যে বিরোথের সৃষ্টি হয়। দুটি অঞ্চল যাতে সর্বক্ষেত্রে সমান সুবিধা পায় । সেলন ' সনের নেতা বেশ কিছু | দফাভিত্তিক দাবি সম্বলিত একটা প্রত্ত উত্থাপন করে।শাসকবর্গ উক্ত প্রস্তাব প্রত্যাখ্যান করায় 'খ' অঞ্চলটি আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে সচেষ্ট হয়। আন্দোলনের চুড়ান্ত পরিণতিতে 'খ' অঞ্চলটি আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়।
ক, লাহাের প্রস্তাব উত্থাপিত হয় কত সালে?
খ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কী? ব্যাখ্যা কর।
গ. উদীপকের 'ক' অঞ্চল কর্তৃক ‘খ’ অঞ্চল যেভাবে বৈষম্যের শিকার হয়েছিল তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীকে উল্লেখিত দাবি ছিল ‘খ’ অঞ্চলের মানুষের মুক্তির সনদ বিশ্লেষণ কর।
সমাজকর্ম ,মান্দা মমিন শাহানা সরকারি কলেজ
মান্দা মমিন শাহানা সরকারি কলেজ
বার্ষিক পরীক্ষা- ২০২২ ইং
বিষয়ঃ সমাজকর্ম (সৃজনশীল) কোড: ২৭১
(প্রথমপত্র) শ্রেণীঃ একাদশ
পূর্ণমানঃ ৭০
সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট
( যে কোন ৭টি প্রশ্নের উত্তর দাও । প্রতিটি প্রশ্নের মান ১০ )
১। হােসনে আরা খন্দকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি একটি সমাজসেবা প্রতিষ্ঠানে পেশাদার সমাজকর্মী হিসেবে কর্মরত আছেন। তার কাজের প্রধান দিক হলাে— সাহায্যাথীর শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রের উন্নয়নে সহায়তা করা।
ক) 'Introduction to social Welfare' গ্রন্থের লেখক কে ? ১
খ) সমাজকর্ম ধারণাটি ব্যাখ্যা কর। ২
গ) উদ্দীপকের হােসনে আরা খন্দকারের কাজের ক্ষেত্রে সমাজকর্মের কোন উদ্দেশ্যের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ) মানুষকে পরিপূর্ণভাবে সাহায্য করার ক্ষেত্রে উদ্দীপকে ইঙ্গিতকৃত উদ্দেশ্যের তাৎপর্য ব্যাখ্যা কর। ৪
২। চাঁদপুর জেলার ভিক্ষাবৃত্তি সমস্যার সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসক একটি পরামর্শ সভার আয়ােজন করেন। উক্ত সভায় প্রফেসর আলাউদ্দিন ইংল্যান্ডের একটি দরিদ্র আইনের আলােকে ভিক্ষুকদেরকে সক্ষম ও অক্ষম এ দু'ভাবে বিভক্ত করা এবং সক্ষম ভিক্ষুকদের কাজের ব্যবস্থা করে দিতে পরামর্শ দেন।
ক) বিভারিজ রিপাের্ট কত সালে পেশ করা হয়? ১
খ) দরিদ্র আইন বলতে কী বােঝায়? ২
গ)উদ্দীপকে প্রফেসর আলাউদ্দিন ইংল্যান্ডের কোন আইনের আলােকে পরামর্শ - দিয়েছেন? ব্যাখ্যা কর। ৩
ঘ) দরিদ্র সমস্যা সমাধানে উক্ত আইনের ভূমিকা আলােচনা করাে। ৪
৩। শিল্প বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন হওয়ার পাশাপাশি জটিল ও পরস্পর সম্পর্কযুক্ত বহূমুখী সমস্যা সৃষ্টি হয় যা অর্থ ও বস্তুুগত সেবার মাধ্যমে সমাধান সম্ভব হচ্ছিল না। শিল্পবিপ্লবােত্তর আধুনিক সমাজ ব্যবস্থায় সৃষ্ট এ সমস্যা সমাধানে বৈজ্ঞানিক পদ্ধতি- নির্ভর ও বুদ্ধিভিত্তিক পেশাদার সেবা কার্যক্রমের প্রয়ােজন দেখা দেয়।
ক) প্রথম শিল্প বিপ্লব' প্রত্যয়টির নামকরণ করেছিলেন কে? ১
খ) সমাজকর্ম শিক্ষা বলতে কী বােঝায়? ২
গ) উদ্দীপকে শিল্প বিপ্লবের ফলে কোন পেশার উদ্ভব ও বিকাশ হয়েছে? ব্যাখ্যা কর। ' ৩
ঘ) উদ্দীপকে উল্লিখিত পেশাটির বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা আলােচনা কর। ৪
৪। সুমন ও সুজন বাল্যবন্ধু। সুমন উচ্চ মাধ্যমিক পাস করে একটি মেডিকেল কলেজে ভর্তি হয় এবং ডাক্তারি পাস করে জনগণের সেবায় নিজেকে নিয়ােজিত করে জীবিকা নির্বাহ করে। অন্যদিকে সুজন দরিদ্রতার কারণে পড়াশােনা করতে না পেরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে।
ক) মূল্যবোেধ কী? ১
খ) পেশার ক্ষেত্রে জবাবদিহিতা গুরুত্বপূর্ণ কেন? ২
গ) উদ্দীপকের সুমনের জীবিকা নির্বাহের উপায়টিকে কী হিসেবে আখ্যায়িত
করা যায়? ব্যাখ্যা কর। ৩
ঘ) উদ্দীপকের সুমন ও সুজনের জীবিকা নির্বাহের উপায় দুটির বৈসাদৃশ্ - বিশ্লেষণ কর। ৪
৫। ফাতেমা জেসমিন একজন সম্পদশালী ধার্মিক মহিলা। তিনি প্রতি বছর রমজান, মাসের প্রথম ভাগে ইসলাম ধর্মের বিধান অনুযায়ী তার সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্র, অভাবগ্রস্ত ও ঋণগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করেন। তিনি বিশ্বাস করেন এর মাধ্যমে সমাজে সম্পদ ও সুযােগ-সুবিধার সুষম বন্টনের পরিবেশ সৃষ্টি হবে।
ক) দানশীলতা কী? ১
খ) এতিমখানার কার্যক্রম ব্যাখ্যা করাে। ২
গ) উদ্দীপকে ফাতেমা জেসমিনের কর্মকাণ্ডে কোন ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠানের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ) উক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে কীভাবে সমাজে সুষম বণ্টনের পরিবেশ সৃষ্টি হতেপারে আলােচনা কর। ৪
৬। জনাব ফজল একজন পেশাদার সমাজকর্মী। তিনি সমস্যাগ্রস্ত ব্যক্তির উপর
জোরপূর্বক কোনাে সিদ্ধান্ত চাপিয়ে দেন না। সিন্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যক্তির মতামত প্রকাশের স্বাধীনতা দেয়া হয়। যাতে সমস্যাগ্রস্ত ব্যক্তি নিজেই নিজের সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়।
ক) ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি? ১
খ) সমাজকর্ম পেশা বলতে কী বােঝায়? ২
গ) উদ্দীপকে ব্যক্তি সমাজকর্মের কোন নীতির ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ) ব্যক্তির সমস্যা সমাধানে উক্ত নীতির তাৎপর্য বিশ্লেষণ কর। ৪
৭। সমাজকর্মী ফরিদ আহমেদ তাঁর প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সমাজকর্মের একটি সহায়ক পদ্ধতির উপাদান হিসেবে কিছু কাজ করে থাকেন। প্রথমত তিনি লক্ষ্যভুক্ত জনগােষ্ঠীকে সংগঠিত করেন, দ্বিতীয়ত সঠিক নেতৃত্ব নির্বাচন করেন, তৃতীয়ত জনগণের মধ্যে কার্যক্রমে অংশগ্রহণের অনুভূতি জাগ্রত করেন, চতুর্থত জনমত সৃষ্টি করেন।
ক) গবেষণা কী? ১
খ) সামাজিক গবেষণা বলতে কী বােঝায়? ২
গ) উদ্দীপকে ফরিদ আহমেদ সমাজকর্মের কোন সহায়ক পদ্ধতির উপাদান
অনুসরণ করেন? ব্যাখ্যা কর। ৩
ঘ) উক্ত পদ্ধতিতে জনমত সৃষ্টির গুরুত্ব ব্যাখ্যা কর। ৪
৮। জেসমিন করে একটি রক্ষনশীল সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ষোল বছর বয়সে কলেজশিক্ষক মিঃ করিমের সাথে তার বিয়ে হয়। স্বামীর সহযোগিতায় তিনি পড়াশোনা করেন। স্বামীর মৃত্যুর পর অনেক সম্পদের মালিক হন। নিজ তিনি গ্রামে নারীদের শিক্ষার জন্য একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। মহিলাদের সচেতন ও সংগঠিত করার লক্ষ্যে মহিলা সমিতি নামের একটি সংগঠন গড়ে তোলেন।
ক) সতীদাহ প্রথা উচ্ছেদ আইন কত সালে প্রণীত হয়? ১
খ) নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝায় ? ২
গ) উদ্দীপকে জেসমিন করিমের কর্মকান্ডের সাথে বাংলাদেশের কোন বিখ্যাত সমাজ সংস্কারকের মিল রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ) উদ্দীপকে উল্লিখিত জেসমিন করিমের কর্মকান্ড নারী উন্নয়নে কিভাবে সহায়তা করতে পারে ? আলোচনা কর। ৪
৯। জনাব আসির একজন পেশাদার সমাজকর্মী। তার নিকট একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি আসে। জনাব আসির সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে উদ্দেশ্যমূলক সম্পর্ক গড়ে তোলেন। তিনি তাঁকে সমস্যা সমাধানের বিষয়ে নিজ মতামত প্রকাশের এবং সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেন। এতে সমস্যাগ্রস্ত ব্যক্তি আসির সাহেবের উপর আস্থাশীল হয়ে ওঠে।
ক) ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারকে কি বলা হয়? ১
খ) শ্রমের মর্যাদা বলতে কী বোঝায় ? ২
গ) উদ্দীপকে সমাজকর্মের কোন মূল্যবোধের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ) সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানে উদ্দীপকে ঈঙ্গিতকৃত মূল্যবোধের গুরুত্ব বিশ্লেষণ কর। ৪
১০। বৃদ্ধ মা-বাবা স্ত্রী-সন্তান নিয়ে তাহসান সাহেবের সুখের সংসার। সকালে সন্তানকে স্কুলে দিয়েই অফিসে চলে যান। অফিস শেষ করেই বাসায় ফিরে মা-বাবার খোঁজ নেন। তারপর পরিবারের সকলের সাথে আনন্দে মেতে উঠেন। কখনও কখনও সবাইকে নিয়ে বাহিরে কোথাও আনন্দ ভ্রমণে বের হন। পরিবারের সদস্যরা একে অপরের প্রতি খুবই সহানুভূতিশীল।
ক) সমষ্টি সংগঠন পদ্ধতি কোন ধরনের সমষ্টিতে প্রয়োগ করা হয়? ১
খ) ব্যক্তি সমাজকর্মে ব্যক্তি কে? বুঝিয়ে লিখ। ২
গ) উদ্দীপকে যে ধরনের দলের প্রতিফলন দেখা যাচ্ছে তার বৈশিষ্ট্য বর্ণনা কর। ৩
ঘ) উদ্দীপকে ইঙ্গিতকৃত দলটির বন্ধন অন্যান্য দলগুলোর তুলনায় অপেক্ষাকৃত বেশি। উক্তিটির সত্যতা যাচাই কর। ৪
১১। ক’ নামক রাষ্ট্রটি একটি নব্য স্বাধীন রাষ্ট্র। দেশটি পুনর্গঠনের কাজে হাত দিয়ে সরকারকে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হল। দেশটিতে জনবসতির ঘনত্ব অনন্যা রাষ্ট্রের তুলনায় অনেক বেশি। সাধারণ চাহিদা তো দূরের কথা মৌল মানবিক চাহিদা পূরণের ব্যবস্থা করাই দেশটির সরকারের পক্ষে দুরহ হয়ে উঠলো।
ক) বাংলাদেশের বিদ্যমান যে কোন একটি সামাজিক নীতির নাম উল্লেখ কর ? ১
খ) পরিকল্পনা বলতে কি বোঝায়? ২
গ) ক’ নামক রাষ্ট্রটিতে বিদ্যমান সমস্যা সমাধানে সরকার সর্বাগ্রে যে সামাজিক নীতি গ্রহণ করতে পারে ? তার ব্যাখ্যা কর। ৩
ঘ) উক্ত নীতির বাস্তবায়ন না ঘটলে ক’ নামক রাষ্ট্রটিতে যে ধরনের বিরূপ প্রভাব পরিলক্ষিত হতে পারে তা নিরূপণ কর। ৪
মান্দা মমিন শাহানা সরকারি কলেজ
মান্দা মমিন শাহানা সরকারি কলেজ
প্রস্ততিমূলক পরীক্ষা- ২০২২ ইং
বিষয়ঃ সমাজকর্ম (সৃজনশীল) কোড: ২৭২
শ্রেণীঃ দ্বাদশ পত্র দ্বিতীয়
পূর্ণমানঃ ৪০
সময়ঃ ১ ঘন্টা ৪০ মিনিট
( যে কোন ৪টি প্রশ্নের উত্তর দাও । প্রতিটি প্রশ্নের মান ১০ )
১। বিগত বছরের হাওর অঞ্চলে অকাল বন্যায় কৃষকদের প্রধান ফসলের ব্যাপক ক্ষতি হয়। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাস বন্ধ থাকে। জরুরি চিকিৎসাসেবা ও সংকট দেখা আয় রোজগার না থাকায় অনেকে ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি মেরামত করতে পারেনি।
ক) Common Human Needs গ্রন্থটি কে রচনা করেন ? ১
খ) শিক্ষাকে কেন মৌল মানবিক চাহিদা বলা হয়? ২
গ) উদ্দীপকে কোন মৌল মানবিক চাহিদা অনুপস্থিতি লক্ষণীয়? ব্যাখ্যা কর । ৩
ঘ) উদ্দীপকে অনুপস্থিত মানবজীবনের মৌল মানবিক চাহিদার তাৎপর্য বিশ্লেষণ কর। ৪
২। সাভারে একটি গার্মেন্টসের মালিক ও শ্রমিক দ্বন্দ্বের কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে নিম্নশ্রেণির কর্মচারীদের ছাঁটাই করে মালিক নতুন করে কারখানা শুরু করতে চাইলে তারা প্রতিবাদ ও আন্দোলন শুরু করে। উচ্চবিত্ত কর্মকর্তাদের সমস্যা না হলেও নিম্নশ্রেণির কর্মীদের পথে বসতে হয়। এদের সমস্যা সমাধান ও উভয়পক্ষের মধ্যে সমঝোতা করার জন্য তৃতীয় পক্ষের প্রয়োজন উপলব্ধি করে।
ক) ক্লিনিক্যাল সমাজকর্ম কি? ১
খ) প্রবীণ সমাজকর্ম বলতে কী বোঝো? ২
গ)উদ্দীপকের সমস্যা সমাধানের জন্য সমাজকর্মের কোন বিশেষায়িত শাখার তৃতীয় পক্ষ হিসেবে কাজ করতে পারে? ব্যাখ্যা কর। ৩
ঘ)উদ্দীপকে উল্লিখিত সমস্যার সমাধানে তৃতীয় পক্ষ কিভাবে ভূমিকা রাখতে পারে? মতামত দাও। ৪
৩। রাজিব একটি নামকরা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তিনি চাকরির চেষ্টা করেছেন। তবে প্রচলিত মজুরি কাঠামোতে চাকরি করতে ইচ্ছুক থাকা সত্বেও তিনি চাকরি পেতে অসমর্থ হন। অন্যদিকে পুঁজি না থাকায় তার পক্ষে ব্যবসা করাও সম্ভব হচ্ছে না। তাই বর্তমানে তিনি অনেকাংশে হতাশাগ্রস্থ।
ক) অপুষ্টি কি? ১
খ) বাল্যবিবাহ বলতে কী বোঝ ? ২
গ) রাজিবের বিষয়টি কোন ধরনের সমস্যাকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর। ৩
ঘ) উদ্দীপকে ইঙ্গিত কৃত সমস্যা সমাধানে একজন সমাজকর্মীর ভূমিকা কি হতে পারে? তা বিশ্লেষণ কর । ৪
৪। অর্কের বয়স ১৫ বছর। সে যানবাহন ভাংচুরের ঘটনায় অপরাধী। একটি বিশেষ আদালতে তাকে হাজির করা হলে আদালত শর্তসাপেক্ষে তাকে মুক্তি দিল।
ক) গ্রামীণ সমাজসেবা ( USS) এর কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীন? ১
খ) শহর সমাজসেবা ( USS) বলতে কী বোঝায়? ২
গ) উদ্দীপকে ইঙ্গিত কৃত বিশেষ আদালত কেন অর্ককে মুক্তি দিল ? ব্যাখ্যা করো। ৩
ঘ) শাস্তি নয়, সংশোধনই ইঙ্গিত কৃত বিশেষ আদালতের মূল দর্শন- পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর। ৪
৫। জনাব মিজান একজন সমাজ সচেতন ব্যক্তি। তিনি কক্সবাজার জেলার Save Rohibga’ নামে একটি মানব হিতৈষী সংস্থা গড়ে তোলেন। এর উদ্দেশ্য হচ্ছে রাখাইন থেকে আগত শরণার্থীদের মানবিক সাহায্য প্রদান। এজন্য তিনি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে ব্যাপক অর্থ সংগ্রহ করেন।
ক) গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে? ১
খ) UCEP এর লক্ষ্য দল কারা । ২
গ) জনাব মিজানের Save Rohibga সংস্থার সাথে তোমার পাঠিত বাংলাদেশের কোন সংস্থা প্রতিষ্ঠার পটভূমির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ) উদ্দীপকে ইঙ্গিত কৃত সংস্থাটির কার্যক্রম বর্তমানে আরো বিস্তৃত- পাঠ্যপুস্তকের এর আলোকে বিশ্লেষণ কর। ৪
৬। মস্তিষ্কের বিকাশ জনিত এক ধরনের প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করেছেন জনাব সাইমা ওয়াজেদ পুতুল । এ প্রতিবন্ধিতার শিকার শিশুদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনয়ন চিকিৎসা ও পুনর্বাসন ক্ষেত্রে তিনি নিবেদিতপ্রাণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৭ সালে এই মহতী কর্মের জন্য তাকে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন সম্মানে ভূষিত করে।
ক) মাদকদ্রব্য( ইয়াবা) শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ১
খ) বাল্যবিবাহ বলতে কী বোঝায়? ২
গ) উদ্দীপকে উল্লিখিত মস্তিষ্কের বিকাশ জনিত কোন সমস্যার ইঙ্গিত রয়েছে ? ব্যাখ্যা কর। ৩
ঘ) উদ্দীপকে ইঙ্গিত কৃত সমস্যাটির প্রভাব ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বিস্তৃত- বিশ্লেষণ কর।
৭। নিরপরাধ রাশেদ আইন-শৃঙ্খলা বাহিনীর নির্মম অত্যাচারে আজ পঙ্গু। বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছে মা। মিথ্যা মামলায় জেল খাটছে রাশেদ। সংবাদপত্রে প্রকাশিত এমন একটি সংবাদ দেখে বাংলাদেশের একটি প্রতিষ্টিত প্রতিষ্ঠান স্বপ্রণোদিত হয়ে কেসটি গ্রহণ করে। রাশেদের মৌলিক অধিকার রক্ষায় সরেজমিনে তদন্ত শুরু করে। আটকের স্থান পরিদর্শন সহ তথ্য সংগ্রহ করে জেলখানায় রাশেদের সাথে সাক্ষাৎ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছে এবং মামলা পরিচালনা করে অবশেষে রাশেদ মুক্তি পেয়েছেন প্রতিষ্ঠানটি তে চেয়ারম্যান সহ ছয়জন সদস্য রয়েছেন। সংসদ ২০১০ সালের ২২ শে জুন প্রতিষ্ঠানটি পূর্ণ গঠিত হয়।
ক) দুর্যোগ ব্যবস্থাপনা কি ? ১
খ) বৃত্তিমূলক প্রশিক্ষণ দরিদ্রদের স্বাবলম্বী করতে কিভাবে সাহায্য করবে? ২
গ) উদ্দীপকের রাশেদকে সাহায্য করছে কোন প্রতিষ্ঠান ? ব্যাখ্যা করো। ৩
ঘ) উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি কিভাবে রাশেদকে ন্যায় বিচার প্রদানের সফল হল? মতামত দাও। ৪
৮। উচ্চশিক্ষিত বিধান একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। তাঁর এই প্রতিষ্ঠান থেকে মূলত দুঃস্থ অসহায় নারী ভূমিহীন এবং প্রায় ভূমিহীনদের বিনা জামানতে ঋণ দেওয়া হয় দলীয় ভিত্তিতে এ ঋণ দেওয়া হয়। এ প্রতিষ্ঠান থেকে শুধু ঋণ দেওয়া হয় না বরঞ্চ ঋণের এর ব্যবহার তদারকি করে তা সঠিকভাবে আদায়ও করা হয় । ঋণগ্রহীতারা কেবল সদস্য নয় বরং মালিকও।
ক) ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে? ১
খ) প্রবীণ হিতৈষী সংঘের একটি উদ্দেশ্য ব্যাখ্যা কর ? ২
গ) উদ্দীপকের বিধানের প্রতিষ্ঠান বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সামঞ্জ্যপূর্ণ? নিরূপণ কর। ৩
ঘ) বিধানের প্রতিষ্ঠানের কার্যক্রমের একটি নিজস্ব মূল্যায়ন উপস্থাপন কর। ৪
৯। জামাল সন্দ্বীপে বেড়াতে গিয়ে বেশকিছু সুউচ্চ চারতলা বিশিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান দেখে অবাক হয়। অনুসন্ধানে সে জানতে পারে এসব ইমারত দুর্যোগকালীন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ সংস্থার স্বেচ্ছা সেবিরা দুর্যোগের আগাম পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে মাইকিং করলে দুর্গত এলাকার জনগণ ঐ আশ্রয় কেন্দ্রে অবস্থান করে। সংস্থাটি প্রয়োজনে জরুরি ভিত্তিতে অন্ন বস্ত্র দিয়ে সাহায্য করে।
ক) UNDP এর পূর্ণরূপ কি? ১
খ) আন্তর্জাতিক সংগঠন বলতে কী বোঝায়। ২
গ) উদ্দীপকে কোন সংস্থার কার্যক্রমের ইঙ্গিত করা হয়েছে ? নিরূপণ কর। ৩
ঘ) দুর্যোগ আক্রান্ত মানুষের কল্যাণে উক্ত সংস্থার আরো যেসব ভূমিকা রয়েছে তা বিশ্লেষণ কর। ৪
১০। গণমাধ্যম বিষয়ে শ্রেণিকক্ষে পাঠদান এক পর্যায়ে শিক্ষক গণমাধ্যম বিষয়ক আলোচনা করেন। গণমাধ্যম জনগণের নিকট প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তথ্য সরবরাহ করে। জনগণ সরাসরি তা দেখতে শুনতেও পড়তে পারে। তিনি কিছু গণমাধ্যম এর উদাহরণ দেন । যেমন- রেডিও, টিভি,, চলচ্চিত্র, সঙ্গীত ইত্যাদি। এসব মাধ্যম সমূহ জনমত গঠনে সহায়তা করে।
ক) ধর্ম হলো অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস -এটি কার উক্তি? ১
খ) উচ্চ ও আদালত নিম্ন আদালত কি ? বুঝিয়ে লেখ। ২
গ) উদ্দীপকে ইঙ্গিত কৃত গণমাধ্যম এর প্রকারভেদ উল্লেখ পূর্বক ব্যাখ্যা করো। ৩
ঘ) উদ্দীপকে বিবৃত উদাহরণসমূহ কি প্রক্রিয়ায় জনমত গঠনে সহায়তা করে? বিশ্লেষণ কর। ৪
১১। আসাদ বিয়ে করেছেন তিন মাস হল। কিন্তু তিনি ভাবছেন বিয়ের সময় চুক্তিকৃত সব টাকা ও উপহার এখনো বাকি রয়েছে। তাই নাজমা প্রায় চাপ দিচ্ছেন। কিন্তু এতে ফল না পাওয়ায় নাজমাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। বর্তমান নির্যাতনের মাত্রা সহ্যের সীমা ছাড়িয়েছে ।
ক) মাদক নিয়ন্ত্রণ অধ্যাদেশে কোন সালে পাশ হয়? ১
খ) সামাজিক আইন বলতে কি বুঝায়? ২
গ) উদ্দীপকে নাজমা কোন কোন আইনের মাধ্যমে সহায়তা পেতে পারেন ? ব্যাখ্যা দাও। ৩
ঘ) উদ্দীপকের আসাদের মত ব্যক্তিদের সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধের উদ্দেশ্যে এ আইনটি প্রণীত হয়েছে- মতামত দাও। ৪
বেলকুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ ,কৃষি
বেলকুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ
প্রস্ততিমূলক পরীক্ষা- 2022 ইং
বিষয়ঃ কৃষি কোড: 110
শ্রেণীঃ এস,এস,সি, পরীক্ষার্থী
পূর্ণমানঃ ৫০ সময়ঃ ১.৩০ মিনিট
যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও
১। শফিক সাহেব উন্নত জাতের গম চাষ করার জন্য বিষ সংগ্রহ করলেন। বীজগুলো আত্মহত্যার হার পরীক্ষা করার জন্য 100 গ্রাম বীজের সম্পূর্ণ আদ্রতা বের করে 90 গ্রাম ওজন পেলেন এরপর সতেজতা পরীক্ষা করে ফসলের আকাঙ্ক্ষিত ফলন পেলেন
ক) মাটি কাকে বলে?
খ) মাছ চাষের প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয় কেন?
গ) শফিক সাহেবের পরীক্ষিত বীজের আর্দ্রতা হার নির্ণয় করো
ঘ) শফিক সাহেবের বীজ পরীক্ষা কার্যক্রম মূল্যায়ন করো।
২। আজাদী লেয়ার খামারে একশটি বাড়ান তো ভুল কি আছে। খাদ্য সঠিক ব্যবহার জানতে প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে গেলে খাদ্যের মান অভিমান বিষয়ে পরামর্শ পেয়ে উপকৃত হন
ক) মৎস্য অভিয়াক্রম কি?
খ) পুকুরে চুন প্রয়োগ করা হয় কেন?
গ) আজাদের খামারে প্রতি সপ্তাহের খাদ্যের পরিমাণ নির্ণয় করো।
ঘ) প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শে যৌক্তিকতা ব্যাখ্যা করো।
৩।এখানে বৃত্ত হবে ছবি হবে
ক) ধাপ কাকে বলে?
খ) রোনিং বলতে কী বোঝো
গ) ৫ শতক জমিতে উদ্দীপকে উল্লেখিত কৃষি উপকরণ প্রয়োগকৃত সারের পরিমাণ নির্ণয় করো।
ঘ) উল্লেখিত উপকারিতার গুরুত্ব বিশ্লেষণ করো
৪। হারুন মিয়ার বাড়ী উপকূলীয় অঞ্চলে এই বছর বন্যা দেখা দেওয়ায় তাদের গ্রাম পানি প্লাবিত হয় এবং ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়
ক) দর্পণ বীজতলা কি?
খ) প্রোলন কিভাবে ফসলকে খরা সহনশীল করে?
গ) উদ্দীপকে সৃষ্টি বন্যা জনিত সমস্যাগুলো চিহ্নিত করো।
ঘ) হারুন মিয়ার গ্রামীণ গবাদিপশুর রক্ষার কৌশল ব্যাখ্যা করো।
৫।একদিন বেলায় ছাড় পানিতে আসার সময় অনেক গুলো ঔষধি গাছের বিভিন্ন অংশ নিয়ে আসলেন এইভাবে তিনি শিক্ষার্থীদের এগুলো চিহ্নিত করে তালিকা করতে বললেন স্যারের নিয়ে আসা অংশগুলোর মধ্যে নিজের দু'টি ফল দেওয়া আছে।
ক) ভেষজ উদ্ভিদ কি ?
খ) চিকিৎসা ক্ষেত্রে তুলসী উদ্ভিদের উপকারিতা লেখ?
গ) B ফলটির ভেষজ ব্যবহার লেখ। ।
ঘ) A ফল অনেক রোপেন উপক্রম ব্যবহার হয় বশ্লেষন কর।
৬। যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে বেকার যুবক আব্দুল্লাহ 2 শতক জমিতে নার্সারি তৈরি করেন এবং 18*12 সেমি পরিব্যাস চারা উৎপাদন করেন । চারা বিক্রি করে আবদুল্লাহ লাভবান হন।
ক) কাঠ সিজনিং কী ?
খ) প্রেয়িং স্টক বলতে কি বোঝায় ?
গ) আব্দুল্লাহর নার্সারিতে উৎপদিত চারার সংখ্যা নির্ণয় কর ।
ঘ) আব্দুলাহার নার্সারিত করার পরিকল্পনা মূল্যায়ন কর।
৭। রিপন সাহেব চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এলাকার উন্ননের দিকে মনোনিবেশ করেন। তিনি তার এলাকার ক্ষদ্র কুষকদের নিয়ে একটি কৃসি সমবায় সমিতি গঠন করেন।
ক) কৃষি সমবায় কী ?
খ) কৃষি সমবায় গঠন কেন প্রয়োজন ব্যাখ্যা করো?
গ) উদ্ধীপকের সংগঠনটি তৈরিতে প্রাথমিক ভাবে কী কাজ করতে হবে ? ব্যাখ্যা কর ।
ঘ) উপযুক্ত সংগঠনটির গুরুত্ব বিশ্লেষণ কর।
৮।মুক্তার হোসেন একজন প্রাত্তিক চাষি। তিনি যুব উন্নয়ন অদিদপ্তর থেকে পারিবারিক দুন্ধ থামারের উপর প্রমিক্সণ গ্রহণ করে দুটি উন্নত জাতের জার্মি গুরু পালন শুরু করেন। তিনি প্রতিদিন 20 লিটার দুধ এবং প্রতি লিটার ;দুধ 60 টাকা দরে বিক্রি করেন।
ক) দুন্ধ মুনাফা কি ?
খ) দুধ পান্ডরি করনের সুবিধা কি কি ?
গ) মুক্তার হোসেন খামার থেকে 3 মাসে কি পরিমান আয় হেব নির্ণয় কর।
ঘ) মুক্তার হোসেন উদ্যেগটি কি দারিদ্র বিশেষণ ভূমিকা রাকবে ? মতামত দাও। ম
জাহাঙ্গীরপুর সরকারি কলেজ
জাহাঙ্গীরপুর সরকারি কলেজ
অর্ধ পরীক্ষা- 2022 ইং
বিষয়ঃ ভূগোল বিষয় কোড: ১২৫
পূর্ণমানঃ ৩০ একাদশ শ্রেণী সময়ঃ ১.৩০ মিনিট
💡সৃজনশীল প্রশ্ন💡
যে কোন ৩টি প্রশ্নের উত্তর দাও।
১।
ক. পর্বত কাকে বলে?
খ. স্তূপ পর্বত কী?
গ. উদ্দীপকে ‘গ’ চিহ্নিত পর্বতের বর্ণনা দাও।
ঘ. উদ্দীপকে ‘ক’ ও ‘খ’ চিহ্নিত পর্বতের পার্থক্য বিশ্লেষণ কর।
২।
ক. ভিসুভিয়াস কোন ধরনের পর্বত?
খ. ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ক চিহ্নিত স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের খ ও গ চিহ্নিত স্তর দুটোর তুলনামূলক বিশ্লেষণ কর।
৩। প্রান্তি ঘরের মধ্যে একটি ঝাঁকুনি অনুভব করল। সে ঘরের ঝুলন্ত
বস্তুগুলোকে দুলতে দেখল এবং বাইরে মানুষ দৌড়াদৌড়ি করছে দেখতে পেল ।
ক. ভূ আলোড়নের সংজ্ঞা দাও ।
খ. “আবহাওয়ার তারতম্য বিচূর্ণীভবনের কারণ”- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ফলে সৃষ্ট ভূমিরূপের ধরন বিশ্লেষণ কর।
৪। যেসব প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূমিরূপের দ্রুত পরিবর্তন হয়, তাদের মধ্যে নদীর ভূমিকাই সবচেয়ে বেশি। নদীর তিনটি অবস্থা, যেমন- পার্বত্য অবস্থা, সমভূমি অবস্থা এবং বদ্বীপ বা শেষ অবস্থা। ও সকল অবস্থায় নদী বিভিন্ন প্রকার কার্যের মাধ্যমে নানা ধরনের
ভূমিরূপ গঠন করে থাকে ।
ক. নদী কাকে বলে?
খ. নদীর ক্ষয়জাত ও সঞ্চয়জাত কার্য বলতে কী বোঝ?
গ. “নদীর শেষ অবস্থায় সঞ্জয়কার্য সংঘটিত হয়”- উক্তিটি ব্যাখ্যা কর।
ঘ. “নদী বিভিন্ন প্রকার কার্যের মাধ্যমে নানা ধরনের ভূমিরূপ গঠন করে”- উক্তিটির আলোকে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো উপস্থাপন কর।
৫। নজীব দীর্ঘ দশ বছর পর যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ঢাকায় আসে। এখানকার গাড়ির কালো ধোঁয়া, কলকারখানার নির্গত গ্যাসের ফলে সৃষ্ট দূষণ তার জন্য একটি অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়।
ক. CFC এর পূর্ণরূপ কী?
খ. জীবের জন্য বায়ুমণ্ডলের কোন স্তর অধিক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কর।
গ. মানবদেহের ওপর উদ্দীপকে উল্লিখিত দূষণের প্রভাব ব্যাখ্যা কর।
ঘ. উক্ত দূষণ প্রতিরোধে করণীয় পদক্ষেপ সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ কর।
৬। শিমু তার আবহাওয়াবিদ বাবার কাছে জানতে পারে বেতার যোগাযোগে বায়ুমন্ডলের স্তরের ভূমিকা রয়েছে এবং বায়ুমন্ডলের এমন একটি স্তর রয়েছে, যা না থাকলে প্রাণিকুলের দেহ পুড়ে যেত এবং অন্ধ হয়ে যেত।
ক. স্ট্রাপোপজ কাকে বলে ?
খ. এক্সোস্ফিয়ার বলেত কী বোঝ ? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে আলোচিত বেতার তরঙ্গ যে স্তরে প্রতফিলিত হয় সে স্তরের ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে আলোচিত যে স্তরটি না থাকলে প্রাণিদেহ পুড়ে যেত সে স্তরের বর্ণনা দাও এবং প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধর। ।
ঘ) উদ্দীপকের জয় ও তার বাবার অর্থনৈতিক কার্যাবলি কি একই পর্যায়ের ? তোমার মত পক্ষে যুক্তি প্রদান করো।
৮। আঁখির বাড়ি টাঙ্গাইল। সে তার স্কুলের বন্ধুদের সাথে বান্দরবান শিক্ষাসফরে গেল। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ দেখে সে খুবই আনন্দিত হলো
ক) বরেন্দ্র ভূমি কাকে বলে?
খ) বাংলাদেশ কেন প্লাবন সমভূমি গঠিত হয়েছে। ব্যাখ্যা করো?
গ) আঁখির বসবাসকৃত অঞ্চলের ভূপ্রকৃতি নির্ণয় করো।
ঘ) আঁখির শিক্ষা সফরকৃত সম্পর্কিত অঞ্চলের ভূপ্রকৃতি নির্ণয় করো
চাঁন্দাশ ডিগ্রি কলেজ
চাঁন্দাশ ডিগ্রি কলেজ
মহাদেবপুর, নওগাঁ।
অর্থনীতি ২য়পত্র
সময়: ১.৩০ মিনিট পূর্ণমান: ৪০
যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও।
১। দমােদর ইউনিয়নের করিম চেয়ারম্যান একজন স্বৈরাচারী মনােভাবাপন্ন ব্যক্তি ছিলেন। তিনি নিজেকে ইউনিয়নের সর্বেসর্বা মনে করতেন। তার সকল নির্দেশনা ইউনিয়নবাসীর জন্য বাধ্যতামূলক ছিল। ইউনিয়নের শিক্ষিত অশিক্ষিত ধনী- দরিদ্র কারোর মতামতকেই তিনি গ্রাহ্য করতেন না।
ক) বহুমুখী খামার কাকে বলে?
খ) কৃষিজোত বলতে কী বোঝো?
গ) কৃষি পণ্য বিপণনের কৃষক রফিক উদ্দিন এর সমস্যাগুলো আলোচনা করো।
ঘ) কৃষি পণ্য বিপণন এর সমস্যা সমাধানে সরকারকে গৃহীত পদক্ষেপ ছাড়া আর কি কার্যকারী পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে তুমি মনে ? ব্যাখা করো।
২। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। সনাতন পদ্ধতিতে চাষাবাদ হলেও বর্তমানে কৃষিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। কৃষি উৎপাদনে বৈচিত্র এসেছে। যার জন্য পূর্বের তুলনায় কৃষকদের বেশি পরিমাণে মূলধন প্রয়োজন হচ্ছে। কিন্তু নানা কারণে কৃষক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত কৃষিঋণ সংগ্রহ করতে পারে না। অতিসম্প্রতি সরকার কৃষি ঋণ ও উপকরণ বিতরণ অতি সহজ মূ্ল্য করছে। যার ইতিবাচক প্রভাব কৃষি উৎপাদনে পরিলক্ষিত হচ্ছে।
ক) কৃষিজোত কাকে বলে?
খ) মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য তত্ত্বের কারণেই কৃষকগণ ফসলের ন্যায্যমূল্য পায় না-ব্যাখ্যা করো।
গ) প্রাতিষ্ঠানিক উৎস থেকে ডিম সংগ্রহ কিশোরকে সমস্যাসহ উৎপাদকের আলোকে বর্ণনা করো।
ঘ) কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কৃষি ঋণ ও কৃষি উপকরণ বিতরণ যথেষ্ট কি? তোমার মতামত দাও।
৩। জব্বার ও সালাম দুই বন্ধু। দুজনেই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। জব্বার তারেক একর জমিতে উৎপাদিত ফসলের পুরোটাই নিজের পরিবারের ভরণ পোষণের জন্য ব্যয় করে। কিন্তু সালামের জমির পরিমাণ বেশি। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে এবং উৎপাদিত ফসল বাজারে বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে।
ক) কৃষি পণ্য বিপণন কি?
খ) কৃষি খামার ও কৃষি জোত কি এক ? ব্যাখ্যা করো।
গ) উদ্দীপক অনুযায়ী করে এই ধরনের সুবিধা গুলো আলোচনা করো।
ঘ) উদ্দীপকের আলোকে জব্বার ও সালামের খামারের মধ্যে মধ্যে তুলনা করো।
৪। বিংশ শতাব্দীর গোড়ার দিকে পাট ও পাটজাত পণ্যের জন্য বাংলাদেশ বিখ্যাত ছিল। কিন্তু একে শতাব্দীর শেষার্ধে পলিথিন নাইলন ও প্লাস্টিক সামগ্রীর উৎপাদন ও ব্যবহার বেড়ে যায় এবং পাটের ব্যবসা দেখা দেয়। 1 জানুয়ারি 2002 থেকে ঢাকা শহরে এবং মার্চ 2002 থেকে সারাদেশে সরকার পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে পাটের তৈরি ব্যাপক ব্যবহারের উদ্যোগ নেয়। অন্যদিকে সম্প্রতি বাংলাদেশের বিজ্ঞানীরা পাটের জীবন রহস্য উন্নোচন করার শিল্পের বিকাশের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে।
ক) আমদানি বিকল্প শিল্প কি?
খ) কর্মসংস্থান সৃষ্টিতে কুটির শিল্পের অগ্রণী ভূমিকা রয়েছে। ব্যাখ্যা করো?
গ) উদ্দীপকের আলোকে পাটের ব্যবসা মন্দা দেখা দেওয়ার কারণগুলো ব্যাখ্যা করো।
ঘ) পাট শিল্পের সম্ভাবনার দ্বার নতুনভাবে উন্মোচিত হয়েছে। উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
৫। দক্ষিণ এশিয়ার কৃষি প্রধানিএকটি দেশ। দেশটিতে বাণিজ্য ঘাটতি লেগেই আছে। উচ্চশিক্ষিত উদ্যোক্তা সে দেশের সরকারকে দেশে উৎপাদিত কাঁচামালের সাহায্য শিল্পজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি পণ্যের পরামর্শ দিল এবং এমন কিছু পণ্য উৎপাদন করতে অনুরোধ করলো যেগুলো বর্তমানে আমদানি করতে হয় এর ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও দেশীয় শিল্পের প্রসার ঘটবে।
ক) শিল্প কাকে বলে?
খ) বাংলাদেশের প্রধান প্রধান বৃহৎ শিল্প গুলোর নাম লেখ?
গ) উদ্দীপকে উল্লেখিত শিল্প কিভাবে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি মেটাতে পারে? ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের আলোকে বাংলাদেশে আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব আলোচনা করো ।
৬। বাংলাদেশের জলবায়ু খাদ্য ও সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট ইত্যাদি অনেক কারণের জনসংখ্যা সম্পদের তুলনায় বেশি জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সময়ে সরকার শিক্ষার প্রসার নারীশিক্ষার প্রসার ক্ষমতায়ন ও বহুবিবাহ নিষিদ্ধকরণ জাতীয় কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছে তথাপি বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক দেশের তুলনায় বেশি যেমন 2012 সালের হিসাব অনুযায়ী দেশের স্থল জন্মহার ছিল 20.5 মৃত্যুর হার ছিল 6 বহিরাগমন ২ বহির্গমন হার ৪ছিল
ক) অভিবাসন কি?
খ) মানবসম্পদ উন্নয়ন কিভাবে আত্মকর্মী সৃষ্টিতে সহায়ক?
গ) উদ্দীপকের আলোকে জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় করো
ঘ) জনসংখ্যা বৃদ্ধির হার রোধকল্পে সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ যথেষ্ট কিনা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
৭।
ক) স্থল জন্মহার কি?
খ) কর্মসংস্থানের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কেমন?
গ) উদ্দীপক থেকে নিম্ন জনসংখ্যা ও অতি জনসংখ্যা উল্লেখ করো।
ঘ) প্রদত্ত উদ্দীপকে কাম্য জনসংখ্যা কত কেন ? ব্যাখ্যা করো
৮ ।
ক) সূচক সংখ্যা কী ?
খ) রপ্তানি বৃদ্ধি কীভাবে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে? ব্যাখ্যা করো।
গ) চিত্র অনুযায়ী মুদ্রাস্ফাতির পরিমাণ নির্ণয় করো।
ঘ) চিত্রে উল্লিখিত মুদ্রাস্ফীতির কারণ বিশ্লেষণ করো।
৯। উন্নয়নশীল দেশগুলোর দ্রুত অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ঘাটতি ব্যয় ও অতিরিক্ত অর্থের যোগান সহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করে ফলে দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এমত অবস্থায় বাজারে প্রদত্ত খাদ্য সামগ্রী দোকান থাকা সত্বেও নিম্নবিত্ত মানুষের সংসার চালাতে কষ্ট হয় এই জন্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হয়।
ক) মুদ্রাস্ফীতি কি?
খ) সীমিত আয়ের মানুষের উপর মুদ্রাস্ফীতির কিরূপ প্রভাব পড়ে ?
গ) উদ্দীপকের আলোকে মুদ্রাস্ফীতির কারণগুলো ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকে উল্লেখিত সমস্যা নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ গুলো বর্ণনা করো।
১০। মিস্টার আলতাফ একজন ইংল্যান্ড ব্যবসায়ী বাঙালি। তিনি দীর্ঘদিন যাবত লন্ডনে বসবাস করেছেন নিজের দেশে সমৃদ্ধ সবসময় খোঁজ খবর নেন। একদিন তিনি পত্রিকায় দেখে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করছে। তার রপ্তানির পরিমাণ এবং আমদানি ও বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য হচ্ছেন সরকার ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের সুবিধা দিচ্ছে খুব খুশি হন।
ক) বিশ্বায়ন কি?
খ) আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হওয়ার দুটি কারণ লেখ?
গ) উদ্দীপকের আলোকে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
ঘ) বাণিজ্য ঘাটতি দূর করনে কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে তুমি মনে করো উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
১১। সেলিম সাহেব একটি উন্নয়নশীল দেশের আদিবাসী। তিনি তার ব্যবসা সম্প্রসারণের জন্য নিজস্ব সঞ্চয়পত্রের কাছে থেকে অর্থ সংগ্রহ ব্যর্থ হয়ে ব্যাংক থেকে ঋণ গ্রহণে বাধ্য হন সরকারকেও বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ঋণ গ্রহণ করতে হয়। সরকার বিভিন্ন অভ্যন্তরীণ ও বৈদেশিক থেকে সহজেই ঋণ গ্রহণ করতে পারেন।
ক) আমদানি শুল্ক কি ?
খ) প্রত্যক্ষ কর বলতে কী বোঝো?
গ) উদ্ভিজ্জ উৎস গুলো উল্লেখ করা হয় তা ব্যাখ্যা করো।
ঘ) সরকারের ঋণ গ্রহণের উদ্দেশ্য ও সেলিম সাহেবের ঋণ গ্রহণের উদ্দেশ্য এক- মূল্যায়ন করো।
বেলকুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ
নির্বাচনী পরীক্ষা -২০২২ ইং
বেলকুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ
শ্রেনিঃ দশম
বিষয়ঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
সময়ঃ ২ ঘণ্টা পূর্ণমানঃ৪০ যেকোনো ৪ টি প্রশ্নের উত্তর দাও
১।তুলি তার মামার সাথে জাদুঘর দেখতে গেল।সেখানেসে দেখলমাটিরপুতুল,পুরনো টাকা,বইয়ের পাতা, মাটির পুতুল,আগের দিনের টাকা-পয়সা দেখতে পেল।
(ক)টয়েনবির মতে ইতিহাস কী?
(খ)বিষয়বস্তুগত ইতিহাস বলতে কী বুঝ?
(গ)তুলির দেখা জিনিসগুলো কোন ধরনের উপাদান?ব্যাখ্যা কর।
(ঘ)”উদ্দীপকের জিনিসগুলো ইতিহাসকে সমৃদ্ধ করে” বিশ্লেষণ কর।
২।তাবাসসুমটিভিতে ‘দাদাগিরি’ অনুষ্ঠানদেখছে।সেখানেমালদহ, বীরভূম,মুর্শিদাবাদ,ওবর্ধমানজেলাথেকেপ্রতিযোগিতারা অংশগ্রহণ করেছে। তাবাসসুমের দাদা বললেন যে,এসব অঞ্চল প্রাচীনএকটিজনপদেরঅংশছিল।
(ক)শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
(খ)প্রাচিন জনপদ্গুলোর পরিচয় কিভাবে জানা যায়?
(গ)তাবাসসুমের দাদা প্রাচীন কোন জনপদের প্রতি ইঙ্গিত করেছেন? ব্যাখ্যা কর।
(ঘ)তাবাসসুমের দাদা প্রাচীনযে জনপদের কথা বলেছেন বঙ্গ জনপদের অবস্থান এর থেকে ভিন্ন অঞ্চলে -কথাটি বিশ্লেষন কর।
৩।হিমেল ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র।তার শখ হলো প্রাচীন কালের মানুষের ব্যবহার্য জিনিসপত্র সংগ্রহ করা। হিমেল এগুলো নিয়ে বিভিন্ন সময় প্রদর্শনির ব্যবস্থা করে থাকে।
(ক)Historia শব্দের অর্থ কী?
(খ)ইতিহাসের অলিখিত উপাদান কাকে বলে?
(গ)হিমেলের সংগ্রহে রাখা জিনিসপত্র ইতিহাসের কোন ধরনের উপাদান ?ব্যাখ্যা কর।
(ঘ)তুমি কি মনে কর, হিমেলের সংগ্রহে থাকা উপাদান ছাড়া ইতিহাসের আরোও উপাদান আছে?তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
৪।বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এখানে প্রায় প্রতি বছরই বন্যায় নদীর তীরবর্তী এলাখা প্লাবিত হ্য।বন্যার পানি নেমে গেলে তীরবর্তী এলাখায় পলি জমে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। ফলে ঐ অঞ্চলে চাষাবাদ করে কৃষকরা প্রচুর ফসল উৎপাদন করে এবং সমৃদ্ধি লাভ করে।
(ক)কোন রাজা রোম নগরী প্রতিষ্ঠা করে?
(খ)রোমে তিনজনের শাসন টেকেনি কেন? বর্ণনা কর।
(গ)উদ্দীপকে বর্ণিত অবস্থার সাথে কোন সভ্যতার কোন অববাহিকার মিল পাওয়া যায়?ব্যাখ্যা কর।
(ঘ)সভ্যতা বিকাশে উদ্দীপকে বর্ণিত অবস্থার তাৎপর্ষ বিশ্লেষন কর ?
৫।
বিষয়
পূর্বপাকিস্তান
পশ্চিমপাকিস্তান
মন্ত্রণালয়েরকর্মকর্তা
১১৯জন
৯৫৪জন
কেন্দ্রীয়সরকারেরকর্মকর্তা
২৯০০জন
৪২০০০জন
গেজেটেডকর্মকর্তা
১৩৩৮জন
৩৭০৮জন
নন-গেজেটেডকর্মকর্তা
২৬৩১০জন
৮২৯৪৪জন
(ক)১৯৬৫সালেকাকেCOPএরপক্ষেপ্রেসিডেন্টপ্রার্থীকরাহয়?
(খ)মৌলিকগনতন্ত্রেরকাঠামোকীরুপছিল?
(গ)উল্লিখিতছকেপাকিস্তানিআমলেপর্বপাকিস্তানেরপ্রতিকোনধরনেরবৈষম্প্রদর্শনকরাহয়েছে? ব্যাখ্যাকর।
(ঘ)তুমিকিমনেকর, উক্তবৈষম্যইবাঙ্গালিরস্বাধিকারআন্দোলনেরএকমাত্রকারন? তোমারউত্তরেসপক্ষেযুক্তিদাও।
৬।ছকটিলক্ষকরএবংপ্রশ্নেরউত্তরদাও।
A
গণমাধ্যমের ভূমিকা
B
নারীদের ভুমিকা
C
স্বাধীনতা বিরোধীদের তৎপরতা
(ক)মুজিব নগরের প্রধানমন্ত্রীর নাম কী ছিল?
(খ)’অপারেশন সার্চ লাইট ‘ বলতে কী বুঝ?
(গ)’B-এর ভুমিকা মহান মুক্তিযুদ্ধের গৌরব উজ্জ্বল অবদান রেখেছিল? ব্যাখ্যা কর।
(ঘ)’’C’’-এর ভূমিকা ছিল বাঙ্গালির জন্য ঘৃনা তৎপরতা-এর সপক্ষে তোমার মতামত দাও?
Subscribe to:
Posts (Atom)
ইতিহাস (২য়-পত্র)
জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ প্রস্ততিমূলক পরীক্ষা-২০২২ ইং শ্রেণি- দ্বাদশ বিষয়ঃ ইতিহাস (২য়-পত্র) ...
-
মান্দা মমিন শাহানা সরকারি কলেজ বার্ষিক পরীক্ষা- ২০২২ ইং বিষয়ঃ সমাজকর্ম (সৃজনশীল) কোড: ২৭১ ...
-
আমাদের অক্ষমতা কি শুধু মনে? আসলে আমাদের সবচেয়ে বড়ো অসহায়ত্ব হচ্ছে আর্থিক অক্ষমতা। বেশিরভাগ সময় এই সক্ষমতা না থাকার কারণেই আমাদের...
-
জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ প্রস্ততিমূলক পরীক্ষা-২০২২ ইং শ্রেণি- দ্বাদশ বিষয়ঃ ইতিহাস (২য়-পত্র) ...