Sunday, September 11, 2022

জাহাঙ্গীরপুর সরকারি কলেজ

জাহাঙ্গীরপুর সরকারি কলেজ অর্ধ পরীক্ষা- 2022 ইং বিষয়ঃ ভূগোল বিষয় কোড: ১২৫ পূর্ণমানঃ ৩০ একাদশ শ্রেণী সময়ঃ ১.৩০ মিনিট 💡সৃজনশীল প্রশ্ন💡 যে কোন ৩টি প্রশ্নের উত্তর দাও। ১। ক. পর্বত কাকে বলে? খ. স্তূপ পর্বত কী? গ. উদ্দীপকে ‘গ’ চিহ্নিত পর্বতের বর্ণনা দাও। ঘ. উদ্দীপকে ‘ক’ ও ‘খ’ চিহ্নিত পর্বতের পার্থক্য বিশ্লেষণ কর। ২। ক. ভিসুভিয়াস কোন ধরনের পর্বত? খ. ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা কর। গ. উদ্দীপকে ক চিহ্নিত স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকের খ ও গ চিহ্নিত স্তর দুটোর তুলনামূলক বিশ্লেষণ কর। ৩। প্রান্তি ঘরের মধ্যে একটি ঝাঁকুনি অনুভব করল। সে ঘরের ঝুলন্ত বস্তুগুলোকে দুলতে দেখল এবং বাইরে মানুষ দৌড়াদৌড়ি করছে দেখতে পেল । ক. ভূ আলোড়নের সংজ্ঞা দাও । খ. “আবহাওয়ার তারতম্য বিচূর্ণীভবনের কারণ”- ব্যাখ্যা কর। গ. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটির কারণ ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ফলে সৃষ্ট ভূমিরূপের ধরন বিশ্লেষণ কর। ৪। যেসব প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূমিরূপের দ্রুত পরিবর্তন হয়, তাদের মধ্যে নদীর ভূমিকাই সবচেয়ে বেশি। নদীর তিনটি অবস্থা, যেমন- পার্বত্য অবস্থা, সমভূমি অবস্থা এবং বদ্বীপ বা শেষ অবস্থা। ও সকল অবস্থায় নদী বিভিন্ন প্রকার কার্যের মাধ্যমে নানা ধরনের ভূমিরূপ গঠন করে থাকে । ক. নদী কাকে বলে? খ. নদীর ক্ষয়জাত ও সঞ্চয়জাত কার্য বলতে কী বোঝ? গ. “নদীর শেষ অবস্থায় সঞ্জয়কার্য সংঘটিত হয়”- উক্তিটি ব্যাখ্যা কর। ঘ. “নদী বিভিন্ন প্রকার কার্যের মাধ্যমে নানা ধরনের ভূমিরূপ গঠন করে”- উক্তিটির আলোকে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো উপস্থাপন কর। ৫। নজীব দীর্ঘ দশ বছর পর যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ঢাকায় আসে। এখানকার গাড়ির কালো ধোঁয়া, কলকারখানার নির্গত গ্যাসের ফলে সৃষ্ট দূষণ তার জন্য একটি অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। ক. CFC এর পূর্ণরূপ কী? খ. জীবের জন্য বায়ুমণ্ডলের কোন স্তর অধিক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কর। গ. মানবদেহের ওপর উদ্দীপকে উল্লিখিত দূষণের প্রভাব ব্যাখ্যা কর। ঘ. উক্ত দূষণ প্রতিরোধে করণীয় পদক্ষেপ সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ কর। ৬। শিমু তার আবহাওয়াবিদ বাবার কাছে জানতে পারে বেতার যোগাযোগে বায়ুমন্ডলের স্তরের ভূমিকা রয়েছে এবং বায়ুমন্ডলের এমন একটি স্তর রয়েছে, যা না থাকলে প্রাণিকুলের দেহ পুড়ে যেত এবং অন্ধ হয়ে যেত। ক. স্ট্রাপোপজ কাকে বলে ? খ. এক্সোস্ফিয়ার বলেত কী বোঝ ? ব্যাখ্যা কর। গ. উদ্দীপকে আলোচিত বেতার তরঙ্গ যে স্তরে প্রতফিলিত হয় সে স্তরের ব্যাখ্যা কর। ঘ. উদ্দীপকে আলোচিত যে স্তরটি না থাকলে প্রাণিদেহ পুড়ে যেত সে স্তরের বর্ণনা দাও এবং প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধর। । ঘ) উদ্দীপকের জয় ও তার বাবার অর্থনৈতিক কার্যাবলি কি একই পর্যায়ের ? তোমার মত পক্ষে যুক্তি প্রদান করো। ৮। আঁখির বাড়ি টাঙ্গাইল। সে তার স্কুলের বন্ধুদের সাথে বান্দরবান শিক্ষাসফরে গেল। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ দেখে সে খুবই আনন্দিত হলো ক) বরেন্দ্র ভূমি কাকে বলে? খ) বাংলাদেশ কেন প্লাবন সমভূমি গঠিত হয়েছে। ব্যাখ্যা করো? গ) আঁখির বসবাসকৃত অঞ্চলের ভূপ্রকৃতি নির্ণয় করো। ঘ) আঁখির শিক্ষা সফরকৃত সম্পর্কিত অঞ্চলের ভূপ্রকৃতি নির্ণয় করো

No comments:

Post a Comment

ইতিহাস (২য়-পত্র)

জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ প্রস্ততিমূলক পরীক্ষা-২০২২ ইং শ্রেণি- দ্বাদশ বিষয়ঃ ইতিহাস (২য়-পত্র) ...